For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পি সি সরকারের বিরুদ্ধে এফআইআর দায়ের, আগাম জামিন মঞ্জুর

Google Oneindia Bengali News

পি সি সরকারের বিরুদ্ধে এফআইআর দায়ের
কলকাতা, ২ এপ্রিল : বারাসতের বিজেপি প্রার্থী পিসি সরকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন উত্তর ২৪ পরগণার জেলাশাসক। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের বিরুদ্ধে বিরুপ ও মানহানিকর মন্তব্য করে নির্বাচনী বিধিভঙ্গ করায় জাদুকরের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। যদিও বুধবার বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানান জাদুকর। ৩০০০ টাকার বিনিময়ে আগাম জামিন পেলেন তিনি।

পি সি সরকারের মন্তব্য নিয়ে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোদ দায়ের করা হলে কমিশন ওই বিজেপি তারকা প্রার্থীকে শো কজ করে। প্রচারে বেরিয়ে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় শাসক দলের প্রার্থীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, রাজ্যে যারা ধর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে রাজ্য তাদের দুষ্টু ছেলে বলছে। যদি ওনাকে (মুখ্যমন্ত্রী)ধর্ষণ করা হতো তবে উনি কী বলতেন? ওনাদের (মুখ্যমন্ত্রী ও তৃণমূল সাংসদ)ধর্ষণ করা না হলে টনক নড়বে না।

৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয় পি সি সরকারকে। সোমবারই সরকার এই বিষয়ে কমিশনের কাছে জবাব দেন। তিনি লিখেছিলেন, আমি শুধু মানুষের মনের কথাটাই বলেছি। কাউকে আঘাত করার জন্য এমন্তব্য করিনি। যাদের সঙ্গে এধরণের ঘটনা ঘটেছে তাদের জন্য সমব্যথী হয়ে আমি এমনটা বলেছি। ক্ষমা চাওয়ার মতো কিছু বলিনি।

কমিশনের শো-কজের প্রেক্ষিতে পি সি সরকারের জবাব সন্তোষজনক নয়,তাই এই পদক্ষেপ

কিন্তু সেই উত্তর সন্তোষজনক নয় বলে জানিয়েছেন জেলাশাসক। এরপরই বারাসত থানায় পিসি সরকারের বিরুদ্ধে এফআইআর করার জন্য অভিযোগ পত্র পাঠানো হয়। তাই নিয়ম অনুযায়ী এই এফআইআর দায়ের করা হয়েছে। এর পর যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিশ।

যদিও এফআইআরের বিষয়ে জানা সত্বেও এবিষয় তিনি মুখ খোলেননি। পার্ক স্ট্রিট ধর্ষণের প্রসঙ্গ টেনে জাদুকর বলেছিলেন, আমি যেমন ম্যাজিশিয়ান, তেমন আবার পাগলের ডাক্তারও। ওনাকে আমার কাছে নিয়ে আসুন। ওনার পাগলামি আমি সারিয়ে দেব। উনি অনেক কিছু বলেন। ধর্ষণ হলে বলেন, দুষ্টু ছেলেন দুষ্টুমি। ওনাকে জিজ্ঞাসা করুন যদি ওনার সঙ্গে এমন কিছু হয়, তাহলে উনি কী করবেন?

রাজ্যের মুখ্যমন্ত্রী বলেই শুধু নয়, যে কোনও মহিলার জন্যই এ ধরণের মন্তব্য অশালীন বলে দাবি বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদারের। এই মন্তব্যে মহিলাদের অপমান করা হয়েছে বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি।

এদিকে পি সি সরকারের দাবি, কারও নাম নিয়ে তিনি কিছু বলেননি। ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করার উদ্দেশ্যও তার ছিল না।

এদিকে বিজেপিরই আর এখ তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধেও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। মদ্যপ অবস্থায় ভোটপ্রচারের অভিযোগ উঠল বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। আসানসোল দক্ষিণ থানায় এফআইআর-ও দায়ের হয়েছে। যদিও বাবুল সুপ্রিয়র পাল্টা দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা প্রার্থী।

English summary
FIR against P C Sorcar for ‘derogatory’ comments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X