For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ কোটি টাকা লোপাট, আট DA আন্দোলনকারীর বিরুদ্ধে FIR, তদন্তে সহযোগিতার শর্তে জামিন

Google Oneindia Bengali News

িডএ আন্দোলনকারীদের বিরুদ্ধেই আর্থিক তছরূপের অভিযোগ। ৮ ডিএ আন্দোলনকারীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করা হয়েছে। তাঁরা নাকি ৮ কোটি টাকার তছরূপ করেছেন। তাঁদের বিরুদ্ধে এফআই দায়ের করা হয়েছে।

মুচিপাড়া থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন দেব প্রসাদ হালদার। তিনি থানায় অভিযোগ করেছিলেন অডিট রিপোর্টে ২ কোটি টাকা তছরূপের অভিযোগ পাওয়া গিয়েছে। কিন্তু অডিটে দেখা গিয়েছে ৩৮ লক্ষ টাকার হিসেবে কোনও গদল নেই। পুরো টাকারই হিসেব পাওয়া গিয়েছে।

ডিএ

তারপরেই এই মামলা ৮ ডিএ আন্দোলনকারীর আগাম জামিন মঞ্জুর করেছে আদালত। তবে তাঁদের তদন্তে সহযোগিতা করতে হবে বলে জানিয়েছে আদালত। ডি এ আন্দোলন কারী ভাস্কর ঘোষ, নির্ঝর কুন্ডু, রাজীব দত্ত, চন্দন চ্যাটার্জি, সন্দ্বীপ ঘোষ, ইন্দ্রজিৎ মণ্ডল, শৈবাল সরকারের নামে এই অভিযোগ দায়ের করা হয়েছিল।

হাইকোর্ট

তাঁদের আইনজীবী অভিযোগ করেছেন আন্দোলন তুলে নেওয়ার জন্য চাপ তৈরি করতেই এই মামলা দায়ের করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছিল সেটা এঅডিট রিপোর্টেই প্রমাণ হয়ে িগয়েছে। কাজেই এর থেকে্ই স্পষ্ট চক্রান্ত করেই এই অভিযোগ করা হয়েছে।

বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনে অনড় সরকারি কর্মীদের যৌথমঞ্চ। একের পর এক কর্মবিরতি পালন করেছে তারা। তারপরে আবার পঞ্চায়েত ভোটে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এমনকী দিল্লিতে গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ডিএ মামলা।

English summary
8 DA activist aleged Money laundering
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X