For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় বার ক্ষমতায় এসে প্রথম পূর্ণাঙ্গ বাজেট, কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র?

নোট বাতিলকে গুরুত্ব দিয়েই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বরাদ্দে জোর দেওয়া হল। এছাড়া বিভিন্ন খাতে কর কমনো হল লক্ষ্যমাত্রার তুলনায় অনেকটাই।

Google Oneindia Bengali News

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। চূড়ান্ত বিশৃঙ্খলাময় রাজনৈতিক উত্তাপের মধ্যেই শুক্রবার ঠিক দুপুর দু'টোয় পেশ করা হল রাজ্য বাজেট। নোট বাতিলকে গুরুত্ব দিয়েই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বরাদ্দে জোর দেওয়া হল। এছাড়া বিভিন্ন খাতে কর কমনো হল লক্ষ্যমাত্রার তুলনায় অনেকটাই। বিরোধীশূন্য বিধানসভায় শুক্রবার রাজ্য বাজেট পেশ নিয়ে রাজনৈতিক মহলের আগ্রহ ছিল তুঙ্গে।[রাজ্য বাজেট পেশের আগে কেন্দ্রের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদ বিধানসভায়]

দ্বিতীয় বার ক্ষমতায় এসে প্রথম পূর্ণাঙ্গ বাজেট, কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র?

দেখে নেওয়া যাক এবার বাজেটে কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

  • মোট ৬৪ হাজার ৭৩৩ কোটি টাকার বাজেট পেশ।অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হল। এর ফলে উপকৃত হবেন দু'লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী।ভাতা বৃদ্ধি করা হল সহায়কদেরও ।
  • আশা কর্মীদেরও ৫০০ টাকা ভাতাবৃদ্ধি। ৫০ হাজার আশাকর্মী লাভবান হবেন এই সিদ্ধান্তে।
  • নোট বাতিলের জেরে যাঁরা কাজ হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। প্রত্যেক কারিগরকে এককালীন ৫০ হাজার টাকা সাহায্য করা হবে।
  • কৃষকদের জন্য ১০০ কোটির বিশেষ তহবিল গঠন করা হচ্ছে।
  • সমবায় ঋণে ১০০ কোটির তহবিল গঠন।
  • রাজস্ব আদায় বেড়েছে। ই ট্যাক্সেশান চালু করা হয়েছে। অন লাইন কর ব্যবস্থা সরলীকরণ করা হয়েছে।
  • ৬ বছরে ১০৩ শতাংশ রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব আদায়ে দেশের মধ্যে বাংলা এক নম্বর স্থানে। দেশের মধ্যে এই ঘটনা নজিরবিহীনও। জিএসটিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত।
  • ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
  • ১ বছরের জন্য সেস মকুব করা হচ্ছে। মকুব করা হল শিক্ষা সেস। স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে ২ শতাংশ করা হল।
  • এগ্রিমেন্ট টু সেল শুল্ক কমানো হল। রেজিস্ট্রেশন ফি ৯ শতাংশ কমানো হল।
  • ১ বছরের মধ্যে বাড়ি তৈরি করলে সেক্ষেত্রে ২০ শতাংশ ছাড় মিলবে। কেরোসিন স্টোভ ভ্যাট করমুক্ত।
  • ১ বছরে ১৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। পরিবেশমুক্ত পণ্য ভ্যাট করমুক্ত।
  • ৪টি নতুন বাণিজ্য কর অফিস করা হয়েছে। আলিপুরদুয়ার, দিঘা, রাজারহাট, কসবায় বাণিজ্য কর অফিস।
  • আগামী আর্থিক বর্ষে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৫৫ হাজার ৭৮৬ কোটি টাকা।নোট বাতিলের জেরে কর আদায় কমেছে।
  • ৪৮ হাজার ৯২৬ কোটি টাকা কর আদায়। লক্ষ্যমাত্রার তুলনায় ১৮০০ কোটি কর আদায় কম।
  • ২০১০-১১ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে পরিকল্পনা খাতে চারগুণ বৃদ্ধি পেয়েছে বরাদ্দ।
  • দাম কমল কেরোসিন স্টোভ, টেরাকোটার টালি, বায়ো ডিজেল, বায়ো মাস ব্রিকেট, সোলার ওয়াটার হিটার, শালপাতার থালা, হোয়ারব্যান্ড, হেয়ারক্লিপের।
  • ৪৭ হাজার কোটি টাকা বেশি ঋণ শোধ করতে হবে।
  • কোচবিহার, রায়গঞ্জ, রামপুরহাট, পুরুলিয়া ও ডায়মণ্ড হারবার জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ হবে।
  • ৫০০ এমবিবিএস আসন বৃদ্ধি করা হচ্ছে। বরাদ্দ হচ্ছে ৭৬৩ কোটি টাকা।
English summary
Finance Minister Amit Mitra submitted state budget in Assembly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X