For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘এই বাংলা হোক সোনার চেয়ে খাঁটি’! মমতার লেখা কবিতায় বিধানসভা মাত অমিতের

‘এই বাংলা হোক সোনার চেয়ে খাঁটি’! মমতার লেখা কবিতায় বিধানসভা মাত অমিতের

  • |
Google Oneindia Bengali News

এর আগে অনেকেই বাজেট বক্তৃতার একঘেয়েমি কাটাতে কবিতা বা শায়েরির শরণ নিয়েছেন। অনেক সময়ই অর্থমন্ত্রীরা বাজেট বক্তব্য পেশের সময় রবীন্দ্রনাথ বা তিরুভাল্লুভারের মতো কবিদের বিখ্যাত কোনও কবিতার অংশ পড়ে শুনিয়েছেন। মনমোহন সিং, প্রণব মুখোপাধ্যায় বা বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মতো একই পথে হাঁটলেন অমিত মিত্র।

পূর্বসূরিদের থেকে একটু বিশেষত্ব

পূর্বসূরিদের থেকে একটু বিশেষত্ব

তবে পূর্বসূরিদের থেকে একটু বিশেষত্ব রয়েছে অমিত মিত্রের বাজেট বক্তৃতায়। কেননা তিনি তাঁর বাজেট বক্তৃতায় উদ্ধৃত করলেন তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা। কোনও খ্যাতনামা কবি বা সাহিত্যিক নন, মমতার ‘কবিতা বিতান' থেকেই উদ্ধৃত করলেন একটা ছোট্ট অংশ।

‘সোনার বাংলা’ কবিতার অংশ

‘সোনার বাংলা’ কবিতার অংশ

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটি। স্বভাবতই তাকে জনমুখী করে তোলার প্রয়াস ছিল তাঁর বাজেট প্রস্তাবে। তা করতে গিয়ে তিনি যেমন চমকে ভরা বাজেট করেছেন, তেমনই শেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘সোনার বাংলা' কবিতার একটা অংশ আবৃত্তি করে মাত করে দিয়েছেন।

বক্তৃতার শেষে অমিত মিত্র আবৃত্তি

বক্তৃতার শেষে অমিত মিত্র আবৃত্তি

বাজেট বক্তৃতার শেষে অমিত মিত্র আবৃত্তি করেন- ‘সভ্যতার এই পীঠস্থানে আমরা জ্বালাব দীপ/ নতুন করে বাংলায় জ্বলুক সভ্যতার প্রদীপ/ এই মাটিতেই গড়ব মোরা উন্নয়নের ঘাঁটি/ আমাদের এই বাংলা হোক সোনার চেয়ে খাঁটি।' এই আবৃত্তি শেষে দলের সদস্যরা তাঁর প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শ্রেষ্ঠ অর্থমন্ত্রীর তকমা দেন।

মমতার লেখা বই বেস্ট সেলার

মমতার লেখা বই বেস্ট সেলার

এখানে উল্লেখ্য, এবার বইমেলাতেও মমতার লেখা বই বেস্ট সেলারের মর্যাদা পেয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা মোট ১৩টি বই প্রকাশ হয়েছিল বইমেলায়। তার মধ্যে সিএএ সম্পর্কিত বইটি বইমেলায় বেস্ট সেলার হয়েছে।

English summary
Finance Minister Amit MItra recites poem of Mamata Banerjee in end of budget. He praised by Mamata Banerjee and others members also,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X