For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাপঞ্চমীর সকাল থেকেই উৎসবের মেজাজে তিলোত্তমা

Google Oneindia Bengali News

কলকাতা, ১৮ অক্টোবর : আজ মহাপঞ্চমী। সকাল থেকেই রাস্তায় ঢল নেমেছে মানুষের। অনেক মণ্ডপে এখনও চলছে শেষ মুহূর্তের কাজ। বড় পুজোগুলি অবশ্য মণ্ডপসজ্জার কাজ সেরে একদম তৈরি। এ বার আগামী ছ'টা দিন প্রাণভরে আনন্দ করার পালা। গতকাল চতুর্থীতেই রাস্তায় জনপ্লাবন ছিল। একে শনিবার ছুটির দিন। তায় আকাশ পরিষ্কার, এই সুযোগ কেউ ছাড়ে! [ছবি) দুর্গাপুজো স্পেশ্যাল : সেলুলয়েডে দুর্গাপুজোর কিছু মুহূর্ত]

চতুর্থী বা পঞ্চমী নয়, এবছর তো মহালয়ার দিনই বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপর এবছর এমনিতেই নবমী-দশমী একইদিনে পরায় পুজো আনন্দে কিছুটা ঘাটতি রয়েছে। আর সেই ঘাটতি মেটাতেই তৃতীয়ার রাত থেকেই প্যান্ডেল হপিংয়ে মেতে উঠেছে বাঙালি। [কলাবউ গণেশের বউ নয়, মহামায়ার ভিন্ন রূপ]

মহাপঞ্চমীর সকাল থেকেই উৎসবের মেজাজে তিলোত্তমা

আজ মহাপঞ্চমীতেও একগাদা পুজোর উদ্বোধন হবে। এদিকে, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে পঞ্চমীর সকালে ছবিটা ছিল চোখে পড়ার মতো। হুগলী, বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ থেকে দলে-দলে ঢাকিরা এসে পৌঁছেছেন। ঢাকের শব্দে সকাল থেকেই মুখর হয়ে ওঠে স্টেশন চত্বর। [(ছবি) দুর্গা পুজো স্পেশ্যাল: নখে নানা রংয়ের শৈল্পিক ছোঁয়ায় ব্যক্তিত্বে আনুন এক্স ফ্যাক্টর]

এবছর আরও একটি আনন্দের খবর হল পুজোর চারদিনে বৃষ্টির পূর্বাভাস নেই। আর তাই মনের সুখে ঘুরে বেড়ানো। শহরের নামি বড় মণ্ডপগুলিতে আজ থেকেই বেশ জোরদার নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি যাতে দর্শনার্থীদের সামাল দিয়ে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টি না হলেও গরমের চোটে অস্থির কলকাতাবাসী। যদিও রোদের তাপকে বুড়ো আঙুল দেখিয়েই বাহিরমুখী শহরবাসী।

English summary
Festive mood in Maha Panchami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X