For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৈশালীর আহ্বানে সাড়া! ফি মকুবের সিদ্ধান্ত একের পর এক স্কুলের

বৈশালীর আহ্বানে সাড়া! ফি মকুবের সিদ্ধান্ত একের পর এক স্কুলের

  • |
Google Oneindia Bengali News

স্থানীয় বিধায়ক বৈশালী ডালমিয়ার অনুরোধ মেনে নিয়ে হাওড়ার বালি এলাকার একাধিক স্কুল ফি মকুবের সিদ্ধান্ত নিয়েছে। বিধায়কের আবেদনে সাড়া দিয়ে সালকিয়ার সেন্ট জোসেফ'স স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এপ্রিল মাস থেকে স্কুল খোলা পর্যন্ত স্কুল ফি দিতে হবে না। এ ছাড়া সেশন ফি ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত চার্জ ৫০ শতাংশ কমানো হয়েছে।

বিধায়ক বৈশালী ডালমিয়ার আবেদন

বিধায়ক বৈশালী ডালমিয়ার আবেদন

লকডাউনে স্কুল বন্ধ থাকা সত্ত্বেও বেসরকারি স্কুলগুলির ফি নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। তাঁর বিধানসভা এলাকার স্কুলগুলিকে তিনি অনুরোধ করেছিলেন, লকডাউনে অনেকের রোজগার বন্ধ। কষ্ট করে সংসার চালাচ্ছেন মানুষ। তাছাড়া স্কুল যেখানে বন্ধ সেখানে সঙ্কটের সময় অভিভাবকদের ওপর আর্থিক বোঝা না চাপাতে। কেন না, বিদ্যুৎ খরচ, বাসের খরচ, ল্যাবের খরচ থেকে খেলাধূলার বন্দোবস্তের মতো খরচ এখন তো লাগছে না।

বিধায়কের আবেদনে সাড়া

বিধায়কের আবেদনে সাড়া

সালকিয়ার সেন্ট জোসেফ'স স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এপ্রিল মাস থেকে স্কুল খোলা পর্যন্ত স্কুল ফি দিতে হবে না। এ ছাড়া সেশন ফি ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত চার্জ ৫০ শতাংশ কমানো হয়েছে। এই স্কুল যেভাবে পথ দেখাল তাতে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বৈশালী। বিধায়কের উদ্যোগে খুশি অভিভাবকরা। এলাকার বাকি স্কুলও যাতে এই পদক্ষেপ নেয় তার জন্য আবেদন করেছেন অভিভাবকরা।

একাধিক স্কুলের সিদ্ধান্ত বদল

একাধিক স্কুলের সিদ্ধান্ত বদল

শুক্রবার বিধায়ক বৈশালী ডালমিয়া জানিয়েছেন, সেন্ট জোসেফ'স স্কুলের মতো পদক্ষেপ আরও কয়েকটি বেসরকারি স্কুল করতে চলেছে। ইতিমধ্যেই আই পি মেমোরিয়াল স্কুল সেই সংক্রান্ত ঘোষণা করেছে। এই কঠিন সময়ে পড়ুয়াদের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে অগ্রসেন স্কুলও।

লাদাখ সীমান্ত নিয়ে চিনের সঙ্গে বৈঠকের একদিন আগে ফের কেন্দ্রকে খোঁচা রাহুলের!লাদাখ সীমান্ত নিয়ে চিনের সঙ্গে বৈঠকের একদিন আগে ফের কেন্দ্রকে খোঁচা রাহুলের!

English summary
Fee waiver decision of one after another school after MLA Baishali Dalmia's appeal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X