এক কামড়ে জামাইয়ের কান কাটলেন শ্বশুর, ‘হিতে বিপরীত’-কাণ্ডের শেষে রক্তারক্তি
জামাই আদরের কথা শুনেছেন। কিন্তু কখনও শুনেছেন কি জামাইয়ের কান কেটে নিতে। এমনই এক ঘটনা ঘটেছে মালদহের মোথাবাড়ির বালুটোলায়। টাকা নিয়ে বিবাদ। পাওনা টাকা আদায় নিয়ে ঝামেলায় জামাইয়ের কান কামড়ে ছিঁড়ে নিলেন শ্বশুর। রামধোলাই খেলেন শ্যালকের হাতে। জামাই গুরুতর আহত হয়ে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

মাস খানেক আগে শ্যালককে কাজে রাজমিস্ত্রির কাজে পাঠিয়েছিলেন ভগ্নিপতি রিয়াউল শেখ। শ্যালককে এজন্য প্রায় ১৩ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন। কিন্তু শ্যালক কাজ থেকে ফিরে আসেন। তা জানার পর শ্যালকের খবর জানতে এসেছিলেন জামাই। তখনই কাজ ও অর্থ নিয়ে বিবাদের সূত্রপাত। রিয়াউল অগ্রিম ফেরত দেওয়ার কথা বলে।
চরমে ওঠে বিবাদ। শ্যালক-ভগ্নিপতির সেই গন্ডগোলের মধ্যে ঢুকে পড়েন শ্বশুর এসারুদ্দিন শেখও। ঝগড়া ক্রমেই রূপ নেয় হাতাহাতিতে। তখনই শ্যালকের হাতে মার খান রিয়াউল। আর শ্বশুর কামড় দেন জামাইয়ের কানে। কান কেটে রক্তারক্তি কাণ্ড। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করেন।
রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জামাইয়ের কান কেটে নেওয়ায় শ্বশুর এসারুদ্দিন শেখ ও শ্যালকের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।