For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেড় ঘণ্টার নাটক! মুকুল দেখালেন ভিডিও, অনুব্রত-র সামনে ভোলবদল মৃতের বাবার

মাত্র দেড় ঘণ্টায় ১৮০ ডিগ্রি ঘুরে গেল খেলা। বীরভূমে মৃতের বাবা জানিয়ে দিলেন, তাঁর ছেলে তৃণমূল করত। অনুব্রত সামনে আসতেই ভোলবদল করলেন মৃত দিলদারের বাবা।

Google Oneindia Bengali News

মাত্র দেড় ঘণ্টা। এই ৯০ মিনিটই ১৮০ ডিগ্রি ঘুরে গেল খেলা। বীরভূমে মৃতের বাবা জানিয়ে দিলেন, তাঁর ছেলে তৃণমূল করত। অনুব্রত সামনে আসতেই ভোলবদল করলেন মৃত দিলদারের বাবা। তিনি প্রথমে দিলদারকে বিজেপি কর্মী হিসেবে জানালেও, তৃণমূলের বীরভূম জেলা সভাপতির পাশে বসে অকপটে তিনি বললেন, দিলদার তৃণমূল করত।

দেড় ঘণ্টার নাটক! মুকুল দেখালেন ভিডিও, অনুব্রত-র সামনে ভোলবদল মৃতের বাবার

[আরও পড়ুন:ভোটকে বিলম্বিত করতেই চক্রান্ত বিজেপির! বহিরাগত এনে প্রাণঘাতী হামলার অভিযোগ পার্থর ][আরও পড়ুন:ভোটকে বিলম্বিত করতেই চক্রান্ত বিজেপির! বহিরাগত এনে প্রাণঘাতী হামলার অভিযোগ পার্থর ]

বীরভূমে মনোনয়নের বলি দিলদারের বাবা প্রথমে দাবি করেছিলেন তাঁর ছেলে বিজেপি কর্মী। তাঁর স্ত্রী বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে যাচ্ছিলেন। আমার সামনেই একজন বলল, দিলদারকে গুলি করে মেরে দে। তারপরই গুলি চালানো হয়। আর তার দেড় ঘণ্টা পরেই ভোলবদলে দিলদারের বাবা জানিয়ে দেন, তাঁর ছেলে তৃণমূলকর্মী। ঝাড়খণ্ড থেকে আসা লোক তাঁকে গুলি করে খুন করেছে।

মৃত ব্যক্তিকে নিয়ে ঘৃণ্য রাজনীতি চলছে রাজ্যে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, দিলদার বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক। মুকুল রায় সাংবাদিক সম্মেলন করে দিলদারের বাবার বক্তব্যের ভিডিও দেখান। তিনি দাবি করেন, বাংলার সংবাদমাধ্যমকে ধন্যবাদ, তাঁরা দিনভর সমস্ত ঘটনা তুলে ধরেছে। সেই ঘটনা পরম্পরা পর পর দেখালেই স্পষ্ট হয়ে যাবে রাজ্যে কী ধরনের অরাজকতা চলছে। সাংবাদিক সম্মেলনের কোনও প্রয়োজনই হবে না।

এরপরই অনুব্রত মণ্ডল দিলদারের বাবাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেই সাংবাদিক সম্মেলনে দিলদারের বাবা ভোলবদল করে জানিয়ে দেয়, বিজেপি তাঁকে জোর করে ওইসব কথা বলিয়েছিল। দিলদার তৃণমূল কংগ্রেস করত। বহিরাগতরা তাঁকে গুলি করে খুন করেছে। অনুব্রত মণ্ডলও

বলেন, ঝাড়খণ্ড থেকে আসা বিজেপি কর্মীদের গুলিতেই মৃত্যু হয়েছে ওই কর্মীর। গুলি চালাতে চালাতে তাঁরা ঢুকেছিল বীরভূমে।
তাঁর কথায়, বিজেপির সঙ্গে লোকজন নেই। কোনও প্রার্থীও ওরা পায়নি। তাই জোর করে বহিরাগত গুন্ডাদের দিয়ে মনোনয়ন দেওয়ার চেষ্টা করছে। এলাকা উত্তপ্ত করছে ওরা। আমি তো আগেও বলেছিলাম, এদিনও বলেছি, বিরোধীরা মনোনয়ন দিতে আসুন, আমি নিজে তাঁদের সাহায্য করব। কিন্তু কেউ আসেননি।

[আরও পড়ুন:নির্বাচন কমিশনে সাংসদেরও প্রবেশাধিকার নেই! স্বৈরাচার চলছে বলে তোপ প্রদীপের][আরও পড়ুন:নির্বাচন কমিশনে সাংসদেরও প্রবেশাধিকার নেই! স্বৈরাচার চলছে বলে তোপ প্রদীপের]

English summary
Father of Dildar admits in front of Anubrata Mandal that his son was a tmc worker. Mukul shows the video of Dildar’s father. Dildar is killed during nomination on Monday at Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X