For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাম না পেয়ে আরামবাগে আত্মঘাতী আলুচাষি

  • |
Google Oneindia Bengali News

হুগলি, ১৫ মার্চ : আরামবাগে আত্মঘাতী হলেন এক আলুচাষি।

আরামবাগের আরাণ্ডী দু নম্বর অঞ্চলের রাইপুর গ্রামে মাঠ থেকে উদ্ধার হয় আলু চাষি তপন জানার দেহ। গতকাল রাতে মাঠে রাখা আলুর গাদার মধ্যেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন তপনবাবু।

দাম না পেয়ে আরামবাগে আত্মঘাতী আলুচাষি


চড়া সুদে ঋণ নিয়ে চার বিঘা জমিতে আলু চাষ করেন তিনি। কিন্তু আলুর দাম না ওঠায় মাঠেই পড়ে থাকে আলু। পরিবারের অভিযাগ, দেনা মেটাতে না পারার ভয়েই আত্মহত্যা করেছেন তপনবাবু।

তবে শুধু হুগলি নয়, রাজ্যে বাকি জেলাগুলিতেও এবছর একই ছবি দেখা গিয়েছে। বাঁকুড়া, বর্ধমান সহ নানা জেলায় একই অবস্থা আলুচাষিদের।

চাষিদের অভিযোগ, ব্যবসায়ীরা আলু কিনছেন না। ফলে মাঠের আলু মাঠেই রেখে আসতে বাধ্য হচ্ছেন তাঁরা। পচে, নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বিক্রি করতে চাইলে ফি কেজিতে ২-৩ টাকার বেশি দাম পাওয়া যাচ্ছে না।

এই অবস্থায় কী করবেন, ভেবে পাচ্ছেন না গরিব চাষিরা। তবে এগিয়ে এসেছে রাজ্য সরকার। চাষিদের পাশে দাঁড়াতে সাড়ে পাঁচ টাকা কেজি দরে রাজ্য আলু কিনবে বলে জানা গিয়েছে।

English summary
Farmer suicides, WB government takes step to clear farmers' potato stock
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X