For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষিপণ্যের মূল্য না পাওয়ায় বাজারে ধার! এবার মমতার রাজ্যেই কৃষকের আত্মহত্যার অভিযোগ

আলুর দাম না পাওয়ায় সংসারে অনটন। তার জেরেই আত্মহত্যা কৃষকের। ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচড়া পঞ্চায়েতের সরকারডাঙা গ্রামের।

  • |
Google Oneindia Bengali News

আলুর দাম না পাওয়ায় সংসারে অনটন। তার জেরেই আত্মহত্যা কৃষকের। ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচড়া পঞ্চায়েতের সরকারডাঙা গ্রামের। মৃত কৃষকের নাম আম্বিয়া মল্লিক। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্থানীয় বিডিও জানিয়েছেন, এক কৃষকের আত্মহত্যার খবর তিনি পেয়েছেন। কী কারণে আত্মহত্যা তা প্রশাসন খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।

কৃষিপণ্যের মূল্য না পাওয়ায় বাজারে ধার! এবার মমতার রাজ্যেই কৃষকের আত্মহত্যার অভিযোগ

পরিবার সূত্রে খবর, গত মরশুমে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আলু চাষ করেছিলেন ১৫ বিঘা জমিতে। ১২০০ বস্তা আলুর মধ্যে ২০০ বস্তা মাঠে রেখে বাকিটা হিমঘরে রাখেন। পরবর্তী সময়ে মাত্র ৩০০ বস্তা হিমঘর থেকে বের করতে পেরেছিলেন। কিন্তু দাম না পাওয়ায় বাকি আলু বের করতে পারেননি হিমঘর থেকে। চলতি মরশুমেও পরিবারের সোনা বন্ধক রেখে আলু চাষ করেন আম্বিয়া মল্লিক নামে ওই কৃষক। জানা গিয়েছে, গত মরশুমের দাম না পেয়ে লোকসানে মানসিক অবসাদে ভুগছিলেন। শনিবার সকালে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অনুমান,শুক্রবার রাতে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাজারে অনেক ধার হয়ে গিয়েছিল। পাশাপাশি হিমঘরে রাখা আলুর দামও পায়নি। ঋণ বেড়ে যাওয়ায় হতাশা বাড়ছিল ওই কৃষকের।

English summary
Farmer suicide case in East Badhaman's Jamalpur area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X