For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলিপুরদুয়ার কাণ্ড! কোপে ফালাকাটার আইসিও

শেষ পর্যন্ত সরানো হচ্ছে আলিপুরদুয়ার জেলা ফালাকাটার আইসি সৌম্যজিৎ রায়কে।

  • |
Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত সরানো হচ্ছে আলিপুরদুয়ার জেলা ফালাকাটার আইসি সৌম্যজিৎ রায়কে। ফালাকাটা থানার মধ্যে জেলাশাসকের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্যের জেরে মারধর করা হয়েছিল। থানার মধ্যে জেলাশাসক ও তাঁর স্ত্রীর মারধর করার ভিডিও ভাইরাল হয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। ফলে শেষ পর্যন্ত সরতেই হচ্ছে থানার আইসিকে।

সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হবে আজ অর্থাৎ বৃহস্পতিবার। যার নেতৃত্বে দেবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আশা করা হচ্ছে ঘন ঘন এই মামলার শুনানি হবে। এই সাংবিধানিক বেঞ্চের অপর বিচারপতিরা হলেন বিচারপতি এসএ ববদে, বিচারপতি এনভি রামানা, বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

সোশ্যাল মিডিয়ায় আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রীকে নিয়ে বিনোদ সরকার নামে যুবক অশালীন মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তাঁকে আটক করে ফালাকাটা থানায় আনা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্ত্রীকে নিয়ে থানায় চলে যান জেলাশাসক। হাত দিয়েই ব্যাপক মারা হয় বিনোদ সরকারকে। বিভিও ভাইরাল হওয়ার পরেই প্রতিবাদের ঝড় ওঠে রাজ্য জুড়ে। ছুটিতে পাঠানো হয় জেলাশাসককে। আলিপুরদুয়ার কাণ্ডে জেলাশাসক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে জেনারেল ডায়েরি করেছিলেন সৌম্যজিৎ রায়।

পুলিশ মহলে ভাল অফিসার হিসেবে পরিচিত সৌম্যজিৎ রায় গতবছরের ১ অক্টোবর দার্জিলিং সদর থেকে ফালাকাটা থানায় আইসি-র পদে যোগ দিয়েছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, জলপাইগুড়ির বাসিন্দা সৌম্যজিৎ রায়কে পাঠানো হচ্ছে কোচবিহার থানায়। সেখানকার আইসি সমীর পালকে ফালাকাটা থানায় বদলি করা হয়েছে।

English summary
Falakata IC is to be removed from his post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X