For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক মদতে ভারত-বাংলাদেশ সীমান্তে জাল নোটের রমরমা: খালি চোখে চেনা দায় ২ হাজারের জাল নোট

ভারতে নোটবাতিলের সিদ্ধান্তের পরই পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ,গত দু'মাসে বহু মূল্যের জালনোট পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকতে থাকে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : ভারত -বাংলাদেশ সীমান্তে জাল নোট পাচার রুখতে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রশিক্ষণের সাহায্য নিতে চলেছে বিএসএফ । ভারতে নোটবাতিলের সিদ্ধান্তের পরই পাকিস্তান থেকে গত দু'মাসে বিশাল পরিমাণ জালনোট পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকতে থাকে।[কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ১২০ কোটি টাকার গুপ্ত সম্পত্তি]

২০০০ টাকার জাল নোট পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকতে থাকার খবর সামনে আসার আগে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। গত ৮ ফেব্রুয়ারি ধৃত যুবক আজিজুর রহমান মালদার বাসিন্দা বলে জানা যায়।[বিগত ৫০০ বছর ধরে ভারতের এই রাজ্যের একটি গ্রামে চলছে 'ক্যাশলেস ব্যবস্থা']

পাক মদতে ইন্দো-বাংলা সীমান্তে জাল নোটের রমরমা: খালি চোখে চেনা দায় ২ হাজারের জাল নোট

ধৃত আজিজুরকে ৪০ টি , ২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে এই নোট পাকিস্তানে ছাপানো হচ্ছে। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতে তা বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।[ই-লেনদেন করে লাখপতি ৪৫ জন, এখনও রয়েছে টাকা জেতার সুযোগ]

সূত্রের খবর, প্রতিটি ২ হাজার টাকার জাল নোট নিয়ে যাওয়ার জন্য় চোরাপাচারকারীদের ৪০০ টাকা থেকে ৬০০ টাকা পারিশ্রমিক দেওয়া হয়। আরও জানা গিয়েছে , বাজেয়াপ্ত করা ২ হাজারের নোট গুলিতে রিজার্ভ ব্যাঙ্কের ১৭টির মধ্যে ১১ টি 'নিরাপদ' বৈশিষ্টকে রাখা হয়েছে। নোট গুলিতে সুকৌশলে রাখা হয়েছে ওয়াটার মার্ক, অশোক চক্র। তবে নোটে ব্যবহৃত পেপারের মান খারাপ।[২০২০-র মধ্যে ATM-এ কার্ডে লেনদেন বন্ধ! তার জায়গায় কী আসবে জানেন কি?]

বিশেষজ্ঞদের ধারণা খালি চোখে এই জাল নোট সনাক্ত করা খুবই মুশকিলের। এই জাল নোটের চোরা পাচার রুখতে এবার, সীমান্তে পাহারাদার বিএসএফ জওয়ানদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্কের তরফে।

English summary
It took barely two months since the demonetisation policy was announced for Pakistan-based counterfeiters to come out with fake Rs 2,000 notes, which were pushed by smugglers through the porous India-Bangladesh border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X