বাজেট পেশের দিনেই পরবর্তী নির্বাচনের 'দামামা'! তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক
৩১ জানুয়ারি বুধবার বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্যের বাজেট। একই দিনে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকও ডাকা হয়েছে। এই বৈঠক থেকেই পঞ্চায়েত ভোটের দামামা বাজানো হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যে বিরোধীরা অগোছালো। একাধিক উপনির্বাচনে বিরোধীদের কেউই ছাপ রাখার মতো সেরকম কিছু করে উঠতে পারেনি। তাই আর সুযোগ নয়। লক্ষ্য ২০১৯-এর লোকসভা নির্বাচন।
আগে থেকেই সরকারি পর্যায়ে আভাস দেওয়া হয়েছিল রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে মে-জুন মাসে। ৩১-এর বর্ধিত কোর কমিটির বৈঠক থেকেই হয়তো সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। মনে করছে রাজনৈতিক মহল।
জেলা সফর ছাড়া সামনে এমন কোনও বড় সভা সমাবেশ হওয়ার সম্ভাবনাও নেই। তাই হয়তো মুক্ত মঞ্চেই তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক।
দলের ব্লকসভাপতি, বিধায়ক, সাংসদ সবাইকেই ৩১ জানুয়ারি কলকাতায় পৌঁছে যেতে বলা হয়েছে সকাল সকাল। উত্তীর্ণ মুক্ত মঞ্চে বেলা সাড়ে বারোটা নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা। দলীয় সভা শেষ করেই নেত্রী চলে যাবেন বিধানসভার বাজেট অধিবেশনে।

সামনেই পঞ্চায়েত ভোট। সেই ভোটকে লক্ষ্য রেখেই কোর কমিটির বৈঠকে করণীয় বিষয়গুলি নেতা-কর্মীদের কাছে দলের নেত্রী তুলে ধরবেন বলেই মনে করছেন জেলার নেতারা। জেলা থেকে ব্লকস্তরে নেতাদের একইসঙ্গে নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের সুরও মুখ্যমন্ত্রী বেধে দিতে পারেন বলেই মনে করছেন দলের নেতারা।