For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গালওয়ান উপত্যকায় একা নয় সেনা, পাশে আছে গোটা ভারত! চিনকে রুখতে আপনাদের মতামত জানান আমাদের

Google Oneindia Bengali News

চিনের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেতেই দেশজুড়ে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সবার মধ্যে। নিজেদের ভূখণ্ডের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনার সদস্য। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে তাঁরা চিনের আগ্রাসনকে রুখে দিতে সক্ষম হয়েছেন। এই বলিদানের জন্য ভারতবাসী তাঁদের কাছে কৃতজ্ঞ।

চিনকে রুখতে আপনাদের মতামত জানান আমাদের

OneIndia বাংলা চাইছে এই বিষয়ে আপনারা আপনাদের মতামত তুলে ধরুন আমাদের মাধ্যমে। চিনা হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে যেই সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন, তাতেও চিনকে কড়া জবাব দেওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন তিনি।

প্রধানমন্ত্রী এই বিষয়ে বলেন, 'মারতে মারতে শহিদ হয়েছেন ভারতীয় জওানরা। পুরো দেশ তাঁদের জন্য গর্বিত। আমাদের জওয়ানদের বলিদান বৃথা যাবে না। ভারত শান্তিপ্রিয় দেশ তবে, যদি কেউ উস্কানি দেয় তাহলে আমরা জবাব দিতে জানি।'

প্রধানমন্ত্রীর মতো আপনারাও আপনাদের মনের কথা তুলে ধরুন আমাদের মাধ্যমে। আপনারা আপনাদের মতামত জানিয়ে ইমেল করতে পারেন এই আইডিতে- [email protected]। চিনা পণ্য বর্জন থেকে যেকোনও সতামত আপনারা আমাদেরকে জানাতে পারেন। দেশকে এক হয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারতীয় সেনা যেমন আমাদের জন্য বলিদান দিয়েছে, আমাদেরও উচিত দেশের পাশে সেভাবে দাঁড়ানো।

দেশের দিকে বাঁকা চোখে তাকালে ব্যবস্থা! দিলীপের উপস্থিতিতে শতাধিক সিপিএম কর্মীর যোগদান বিজেপিতেদেশের দিকে বাঁকা চোখে তাকালে ব্যবস্থা! দিলীপের উপস্থিতিতে শতাধিক সিপিএম কর্মীর যোগদান বিজেপিতে

English summary
Express your individual thoughts on India China face off in Ladakh's Galwan Valley by sending emails
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X