অনুব্রত গড়ে ফের প্রবল বিস্ফোরণ! উড়ল পঞ্চায়েত প্রধানের বাড়ির চাল
বীরভূমে ফের বিস্ফোরণ। বৃহস্পতিবার সকালে বিস্ফোরণটি হয় সদাইপুর থানার রেঙুনিয়া গ্রামে। এই বিস্ফোরণে হতাহতের কোনও খবর নেই। তৃণমূল নেতার নাম শেখ বদরুজা। পুলিশের প্রাথমিক অনুমান বাড়িতে মজুত বিস্ফোরক থেকেই এই বিস্ফোরণ। যদিও বাড়ির বাইরে থেকে বোমা মারার তত্ত্বও উঠে আসছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল।

সদাইপুরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ
বীরভূমের সদাইপুরে প্রভাবশালী তৃণমূল নেতা শেখ বদরুজা। তিনি রেঙুনিয়া গ্রামের বুথ সভাপতিও বটে। নেতার মেয়ে হাইতুন্নেশা খাতুন সাহাপুর পঞ্চায়েতের প্রধান। বৃহস্পতিবার সকালে, তাঁর বাড়িতেই প্রবল বিস্ফোরণ হয়। ভেঙে পড়ে পাকা বাড়ি।
(প্রতীকী ছবি)

তৃণমূল নেতা কিংবা পার্টি অফিসে পরপর বিস্ফোরণ
বীরভূমে তৃণমূল নেতাদের বাড়ি কিংবা পার্টি অফিসে বিস্ফোরণের তালিকাটা ক্রমশ লম্বা হচ্ছে। এর আগে নানুর, লাভপুর, ইলামবাজার এবং খয়রাশোলে বিস্ফোরণ রয়েছে। ফেব্রুয়ারিতে তৃণমূল নেতা তথা ধরমপুর পঞ্চায়েতের সদস্য শেখ মিনাতুল্লাহ ওরফে মিনু শেখের বাড়িতে বিস্ফোরণ হয়েছিল। এই সব বিস্ফোরণে দলের সভাপতি অনুব্রত মণ্ডল দায় চাপিয়েছিলেন বিরোধী দলগুলির ওপরে।

ব্যতিক্রম মল্লারপুর ক্লাবের বিস্ফোরণ
জুন মাসে বীরভূমের মল্লারপুর স্টেশন সংলগ্ন মেঘদূত ক্লাবে ভয়াবহ বিস্ফোরণ হয়। ক্লাবটি প্রায় ধ্বংস হয়ে যায়। ক্লাবের ছাদ উড়ে যায়। দেওয়াল ভেঙে পড়ে।
অনুব্রত মণ্ডল বলেছিলেন, সবাই জানে ক্লাবটি বিজেপি চালায়। তাঁর অভিযোগ ছিল ঝাড়খণ্ড থেকে হাজার হাজার কোটো বোমা এনে মজুত রাখা হয়েছিল সেখানে।