মালদহে শক্তিশালী বিস্ফোরণ, ছিন্নভিন্ন রিকশা চালকের দেহ, খাগড়াগড়ের ছাঁয়া দেখছে এনআইএ
করোনা পরিস্থিতির মধ্যেই ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল মালদহের ইংরেজবাজার। বুধবার বিকেলে সাধারণ একটি ই রিকশায় ঘটে তীব্র বিস্ফোরণ। এতোটাই শক্তিশালী ছিল সেই বিস্ফোরণ যে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে চালকের দেহ। এই ঘটনায় বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের ছায়া দেখছে সিআইডি। ইতিমধ্যেই রাজ্য পুলিসের সঙ্গে যোগাযোগ করেছে এনআইএ।

মালদহে বিস্ফোরণ
করোনা আবহের মধ্যেই রাজ্যে উঁকি দিচ্ছে জঙ্গি তৎপরতা। বাদুড়িয়া থেকে লস্কর জঙ্গি তানিয়া পারভিনের গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল মালদহের ইংরেজ বাজার এলাকা। বুধবার দুপুরে একটি ই-রিকশায় তীব্র বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে চারপাল। ছিন্ন ভিন্ন হয়ে কয়েক মিটার দূরে গিয়ে পড়ে চালকের দেহ। মৃেতর নাম মহম্মদ ইলিয়াস।

তদন্তে সিআইডি
সাধারণ ই-রিকশার বিস্ফোরণ যে এটা যে নয় সেটা আন্দাজ করতে পেরেছে রাজ্যপুলিস। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেটি কর্ডন করে ফেলে স্থানীয় পুলিস। ফরেন্সিক দল পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। সিআইডির তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বৃহস্পতিবার।

খবর নিচ্ছে এনআইএ
ইতিমধ্যেই ঘটনাটি নজরে এসেছে এনআইএ-রও। তারাও মালদহের পুলিস সুপারের সঙ্গে এই নিয়ে যোগাযোগ করেছে। মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ঘটনাটির এনআইএ তদন্ত দাবি করেছেন। যদিও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুটি ব্যাটারি ছিল ই-রিকশায়। তারমধ্যে একটিতে বিস্ফোরণ ঘটে। যদিও এই ঘটনায় খাগড়াগড়ের ছায়া দেখতে পাচ্ছেন এনআইএ আধিকারিকরা।

খাগড়াগড়ের ছায়া
২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে তীব্র বিস্ফোরণের পরেই প্রকাশ্যে এসেছিল ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিদের গোপন কার্যকলাপ। একের পর এক জঙ্গি কার্যকলাপের গোপন ছক প্রকাশ্যে এসেছিল সেই ঘটনার পর। সেখান থেকে ৫৫টি আইএডি, আরডিএক্স সহ মারাত্মক সব বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিস। এনআইএ তদন্তে জানা গিয়েছিল বড় কোনও নাশকতা ছড়ানোর ছক কষতেই সেখানে বসে বোমা তৈরি করত জঙ্গিরা।

তৃণমূল অথবা বাম-কংগ্রেস! দলবদলের পুরনো ছকেই একুশে বাংলা জয়ের ছক কষছে বিজেপি