For Quick Alerts
For Daily Alerts
উত্তর ২৪ পরগনার আমডাঙায় বাজি কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৮
উত্তর ২৪ পরগনার আমডাঙায় বাজি কারখানায় ভয়াবহ আগুন। ভোর রাতে আগুন দেখে দমকলে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৬ টি ইঞ্জিন।

সোমবার ভোর রাতে হঠাৎই বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় উত্তর চব্বিশ পরগনার আমডাঙার ভালুকার বাসিন্দাদের। রাত আড়াইটে নাগাদ ঘর থেকে বেরিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান তাঁরা। তড়িঘড়ি খবর যায় স্থানীয় থানা ও দমকলে। খবর পেয়েই চলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আটজন অগ্নিদগ্ধকে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন পুজো উপলক্ষে বাজি কারখানায় রাতেও কাজ হচ্ছিল। সেখানে প্রচুর বাজি মজুত ছিল বলে অভিযোগ। জনবহুল এলাকায় কী ভাবে বাজি কারখানা চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে রেখেছে।