For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুপমকে বহিষ্কৃত করে বেকায়দায় তৃণমূল নেতৃত্ব! কী বললেন বোলপুরের সাংসদ

এদিকে বোলপুরের সাংসদ অনুপম বহিষ্কারের খবর শুনে যে প্রতিক্রিয়া দিলেন তাতে পাল্টা বিপাকে তৃণমূল নেতৃত্ব।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল থেকে দুই যব নেতার একদিনে বিদায় হয়েছে। একজন বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যজনকে বহিষ্কার করা হয়েছে। সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দিয়ে দিল্লি থেকে দলীয় নেতৃত্বকে তোপ দেগেছেন। রাজ্যে গণতন্ত্র বিপন্ন বলে অভিযোগ করেছেন। আর এদিকে বোলপুরের সাংসদ অনুপম বহিষ্কারের খবর শুনে যে প্রতিক্রিয়া দিলেন তাতে পাল্টা বিপাকে তৃণমূল নেতৃত্ব।

বহিষ্কৃত হয়েই তৃণমূলকে পাল্টা বেকায়দায় ফেললেন অনুপম

অনুপমকে বহিষ্কারের কথা ঘোষণা করেছেন দলের পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়। দলবিরোধী কাজের জন্য তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে অনুপম তির্যকভাবে জানতে চেয়েছেন, কোন দলীয় শৃঙ্খলা ভেঙেছেন তিনি?

অনুপমের কথায়, কোনও দলবিরোধী কাজ তিনি করেননি। দলের অসুবিধা হচ্ছিল তাঁর ফেসবুক করা নিয়ে। সেই ফেসবুক অ্যাকাউন্টও গতবছরই ডিলিট করে দিয়েছেন তিনি। এছাড়া তোলা নেওয়া, দুর্নীতি, নেত্রীর নাম ভাঙিয়ে বেআইনি কাজের কোনও অভিযোগ তাঁর বিরুদ্ধে নেই। এমনকী সারদা-নারদার মতো ঘটনাতেও তিনি জড়িত নন। তাহলে কেন তাঁকে বহিষ্কার করা হল তা নিয়ে অনুপম প্রশ্ন তুলেছেন।

ঘটনা হল, বহিষ্কারের খবর শুনেই কৌশলে তৃণমূলের হাইকম্যান্ডের বিরুদ্ধে ফের একবার সারদা-নারদার মতো ঘটনায় জড়িয়ে থাকার কথা মনে করিয়ে দিয়েছেন অনুপম। এমনটাই মনে করা হচ্ছে। তার প্রেক্ষিতে তাঁর দলবিরোধী কথাবার্তা যে খুব বড় মাপের নয়, সেটাও অনুপম ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, তৃণমূলের পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায় এদিন অনুপমের বহিষ্কারের বিষয়টি জানান। বহুদিন ধরেই দলবিরোধী কাজের অভিযোগ উঠছিল। ফেসবুকে তিনি যে ধরনের কাজ করেছেন তা দলের নীতির বিরুদ্ধে ছিল। তা নিয়ে এর আগে শোকজ করে দল। এদিন তাঁকে সরিয়ে দেওয়া হল। এমনটা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে সৌমিত্রর পরে অনুপমেরও বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়েছে।

English summary
Expelled TMC leader Anupam Hazra criticises party high command
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X