For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে টুইট সিপিএমের বহিষ্কৃত সাংসদের, ঋতব্রতর ভোলবদলে জল্পনা বঙ্গ রাজনীতিতে

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এতদিন যিনি প্রবল মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী বলে পরিচিত ছিলেন, তাঁর মুখেই এখন প্রশংসার বাণী।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এতদিন যিনি প্রবল মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী বলে পরিচিত ছিলেন, তাঁর মুখেই এখন প্রশংসার বাণী। আর তা নিয়েই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি টুইটকে কেন্দ্র করেও বিতর্ক তৈরি হয়েছে।

মমতাকে টুইট সিপিএমের বহিষ্কৃত সাংসদের

দলবিরোধী নানা কাজ করে তিনি ইতিমধ্যেই সিপিএম থেকে বহিষ্কৃত। তারপর নম্রতা-ইস্যুতে সক্রিয় রাজনীতি থেকে একেবারে ব্যাকফুটে চলে গিয়েছেন তিনি। সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি বিজেপি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন বলে রাজনৈতিক মহলে যখন জোর জল্পনা চলছিল, তখনই ওই নম্রতা-কাণ্ড ঘটে। মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েও তাই মাথার উপর ছাতা পাননি ঋতব্রত।

তবে যৌন কেলেঙ্কারিতে ফেঁসে তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রশংসায় মেতে ওঠেন পরতে পরতে। কিছুদিন আগেই তিনি কেন্দ্রের বাজেটকে নিন্দা করে করে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের বাজেটের ভূয়সী প্রশংসা করেছিলেন। আর এবার তিনি টুইট করে জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার উন্নয়নের অসাধারণ কাজ করছে।

তিনি মমতার অফিসিয়াল হ্যান্ডেলে টুইট করেন- 'আমি এখন বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার নির্দল সদস্য। আমার ভাবনায় এখন শুধু বাংলার ও বাংলার মানুষের জন্য উন্নয়ন। এরপরই তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে বাংলা উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তিনি প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন, মমতার নেতৃত্বে সেই উন্নয়নের ধারায় তিনিও গা ভাসাতে চান।

ঋতব্রত-র এই টুইটকে রাজনৈতিক মহল নানাভাবে ব্যাখ্যা করছে। কেউ বলছেন, এই টুইট আসলে ঋতব্রতর মমতা-ভজনা। তাঁর বিরুদ্ধে যে যৌন কেলেঙ্কারির দাগ লেগেছে, তা মুছে ফেলতেই ঋতব্রতর ভোলবদল। তিনি রাজনৈতিক গুরুত্ব ফিরে পেতেই এইসব কথা বলছেন। আবার একাংশের ব্যাখ্যা নিছকই রাজনৈতিক সৌজন্যেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। নির্দল প্রার্থী হিসেবে যেহেতু তাঁর উপর কোনও দলের চাপ নেই, তিনি নিরপেক্ষ মত পোষণ করেছেন মাত্র। তবে একথা পরিষ্কার যে বিজেপি-ঘনিষ্ঠতা থেকে শুরু করে তিনি এখন শাসক তৃণমূলের পালে গা ভাসাতে চাইছেন।

English summary
Expelled CPM MP Ritabrata Banerjee tweets Mamata Banerjee. He gives message of Bengal’s development in Mamata Banerjee’s leadership.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X