For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গতবারের সিপিএম প্রার্থী যোগ দিলেন বিজেপিতে! পালাবদলের লক্ষ্যেই দলবদল, দিলেন সাফাই

সিপিএম থেকে বহিষ্কৃত নেতা আইনুল হক যোগ দিলেন বিজেপিতে। পশ্চিমবঙ্গের বর্তমান শাসকের পালাবদল করতে বিজেপি ছাড়া অন্যকোনও দল নেই বলে জানিয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

সিপিএম থেকে বহিষ্কৃত নেতা আইনুল হক যোগ দিলেন বিজেপিতে। পশ্চিমবঙ্গের বর্তমান শাসকের পালাবদল করতে বিজেপি ছাড়া অন্য কোনও দল নেই বলে জানিয়েছেন তিনি। বছর আড়াই আগে সিপিএম থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। বর্ধমান পুরসভা প্রাক্তন চেয়ারম্যান তিনি। ২০১৬-র বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী ছিলেন আইনুল হক।

গতবারের সিপিএম প্রার্থী যোগ দিলেন বিজেপিতে! শাসকের পালাবদল করতে যোগ, নেতা দিলেন সাফাই

ন্যাশনাল লাইব্রেরির হলে বিজেপির বিশেষ বৈঠক বসেছিল। সেই বৈঠকে আইনুল হকের বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন আইনুল হকের সঙ্গে ছিলেন তাঁর বেশ কয়েকজন অনুগামী।

পূর্বতন বর্ধমান জেলার রাজনীতিতে নিরুপম সেনের অনুগত বলেই পরিচিত ছিলেন আইনুল হক। ছাত্রজীবন থেকেই তিনি বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এসএফআই-এর জেলা সম্পাদকও ছিলেন বেশ কয়েক বছর। প্রথমে সিপিএম-এর জেলা কমিটি এবং পরে জেলা সম্পাদকমণ্ডলীতেও ছিলেন। ২০০৩ সালের পুরনির্বাচনে জিতে উপ পুরপ্রধান এবং ২০০৮ সালের নির্বাচনে জিতে পুরপ্রধানও হয়েছিলেন তিনি। ২০১৬-তে বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে লড়াই করে হেরে যান তিনি।

বিধানসভা ভোটের বেশ কয়েকমাস পরেই দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়।

সূত্রের খবর অনুযায়ী, এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর আইনুল হক বলেন, তিনি মানু,ের জন্য, দেশের স্বার্থে কাজ করতে চান। তাঁর দাবি বর্ধমান শহর ও জেলার আরও অনেকেই বিজেপিতে যোগ দেবেন ভবিষ্যতে।

English summary
Expelled CPM leader from Burdwan Ainul Haque joined BJP in presence of Dilip Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X