For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ও কংগ্রেসে ভাঙন! দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়াল মোদীর দল

একদিকে যখন ২১-এর সভায় নিয়ে শোরগোল ধর্মতলায়, ঠিক সেইসময় দক্ষিণ দিনাজপুরে দলের শক্তি বাড়াল বিজেপি। অনুষ্ঠানে তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী জানান, নিজের তৈরি দল এনডিএ-র সহযোগী হয়ে কাজ করবে।

  • |
Google Oneindia Bengali News

একদিকে যখন ২১-এর সভায় নিয়ে শোরগোল ধর্মতলায়, ঠিক সেইসময় দক্ষিণ দিনাজপুরে দলের শক্তি বাড়াল বিজেপি। অনুষ্ঠানে তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী জানান, নিজের তৈরি দল এনডিএ-র সহযোগী হয়ে কাজ করবে। অন্যদিকে জেলার কংগ্রেস সভাপতি এদিন যোগ দিয়েছেন তৃণমূলে।

তৃণমূল ও কংগ্রেসে ভাঙন! দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়াল মোদীর দল

এনডিএ-তে সংখ্যালঘু নেতার যোগদান। তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে। মমতা মন্ত্রিসভার প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী এবং চোপড়ার প্রাক্তন বিধায়ক আব্দুল করিম চৌধুরী জানান, তার দল বাংলা বিকাশ কংগ্রেস এনডিএ-র সহযোগী হয়ে কাজ করবে। তবে তিনি নিজে সরাসরি বিজেপিতে যোগ না দেওয়ায় একটা প্রশ্ন থেকেই গেল। তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্রও এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন।

বিজেপিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা মুকুল রায় বলেন, আব্দুল করিম চৌধুরী নয় বারের এমএলএ শুধু নন, রাজ্যে বাম বিরোধী মুখ।

এদিন বিজেপিতে যোগ দিয়েছেন, দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়।

বিজেপিতে যোগ দেওয়ার পর এদিন রেজিনগরে প্রথম সভা করেন হুমায়ুন কবীর। এইসভায় সংখ্যালঘুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বভাবতই সভায় হাজির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খুশি। তিনি বলেন মুসলিম সমাজ চাইছে বিজেপির সঙ্গে আসতে। সভায় হুমায়ূন কবীর বলেন, ভয় দেখিয়ে মুসলিমদের তৃণমূলে আটকে রাখা যাবে না।

English summary
Ex TMC MLA and a Congress leader joins BJP in South Dinajpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X