For Quick Alerts
For Daily Alerts
গ্রামের বাড়ির পুজোয় আসছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
এই বছরেও নিজের গ্রামের বাড়ির দুর্গা পুজোতে যোগ দিতে আসছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তার নিজের গ্রামে, বীরভূম জেলার মিরাটি আসবেন তিনি। ফিরে যাবেন দশমীর দিন বলে জানা গিয়েছে।

এছাড়া রাতে তিনি থাকবেন কীর্নাহারে, তার দিদি অন্নপূর্ণা মুখোপাধ্যায় এর বাড়িতে। প্রতি বছর দুর্গাপুজোর সময় নিজের বাড়িতে চলে আসেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি পদে থাকার সময়েও এসেছেন।
নিজের বাড়িতে পুজোতে ঘট আনা থেকে শুরু করে যাবতীয় আচার আচরণ মেনে চলেছেন তিনি। করেন চণ্ডীপাঠ। এই বছরেও তার ব্যতিক্রম হবে না বলে জানা গিয়েছে। তার আসার উপলক্ষ্যে এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
[ চেতলা অগ্রণীর ঠাকুর 'মিস ' করেছেন! কলিকাতার টাইম-জোনের এই ছবিগুলি মিস করবেন না]
[ ছবি তুলছেন মা দুর্গা, তাই হাতিবাগান সর্বজনীনে মানুষের ঢল ]