For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বামেদের ভাবমূর্তিই তৃণমূলের হাতিয়ার! পিকের টিমকে 'ঘাড়ে ধাক্কা' রাজ্যের প্রাক্তন ক্যাবিনেটমন্ত্রীর

২০২১-এর নির্বাচনে লড়াইয়ের জন্য স্বচ্ছ আর সৎ নেতার খোঁজ চালিয়ে যাচ্ছে প্রশান্ত কিশোরের টিম। কেননা এই ধরনের নেতা নাকি এখন তৃণমূলে বড়ই অভাব। কিন্তু সেই সৎ আর স্বচ্ছ নেতার খোঁজে নেমে কার্যত ঘাড়ে ধ

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর নির্বাচনে লড়াইয়ের জন্য স্বচ্ছ আর সৎ নেতার খোঁজ চালিয়ে যাচ্ছে প্রশান্ত কিশোরের টিম। কেননা এই ধরনের নেতা নাকি এখন তৃণমূলে বড়ই অভাব। কিন্তু সেই সৎ আর স্বচ্ছ নেতার খোঁজে নেমে কার্যত ঘাড়ে ধাক্কা খেতে হল প্রশান্ত কিশোরের টিমকে। দেখা তো করেনইনি, সরাসরি পিকের টিমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাজ্যের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী।

দেশে ৪৫ বছরে অগাস্টে রেকর্ড বৃষ্টি! সেপ্টেম্বরে কোন পথে মৌসুমী বায়ু, যে পূর্বাভাস আবহাওয়া দফতরেরদেশে ৪৫ বছরে অগাস্টে রেকর্ড বৃষ্টি! সেপ্টেম্বরে কোন পথে মৌসুমী বায়ু, যে পূর্বাভাস আবহাওয়া দফতরের

বামেদের ভাবমূর্তিই তৃণমূলের হাতিয়ার

বামেদের ভাবমূর্তিই তৃণমূলের হাতিয়ার

বামের যখন রাজ্য শাসনে ছিল, তখন বিরোধীদের তরফে নানা কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়েছিল। এবার সেই বামেদের ভাবমূর্তিকেই হাতিয়ার করতে নেমে পড়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোর। পিকের টিমের কথায় এখন বামেদের যা ভাবমূর্তি আর গ্রহণযোগ্যতা, তা অনেক দলেরই নেই। ভোটকুশলী মানলেও তৃণমূল অবশ্য প্রকাশ্যে তা নামতে নারাজ।

প্রস্তাব ফিরিয়েছেন প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন সাংসদ

প্রস্তাব ফিরিয়েছেন প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন সাংসদ

এর আগে পিকের টিমের প্রস্তাব ফিরিয়েছেন বামেদের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন সাংসদ। সবার কাছেই ছিল একই প্রস্তাব, পগ পাবেন। কোনও কিছুর অভাব থাকবে না। কিন্তু টালি কিংবা টিনের ঘরে থেকেই প্রস্তাব ফিরিয়েছেন, সিপিএম-এর প্রাক্তন বিধায়ক লক্ষীকান্ত রায়, জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মহেন্দ্রকুমার রায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালি রায়। প্রস্তাব ফিরিয়েছেন স্থানীয়স্তরের অনেক নেতাই।

এবার প্রস্তাব ফেরালেন কলকাতার নেতা

এবার প্রস্তাব ফেরালেন কলকাতার নেতা

এতদিন পিকের টিমের প্রস্তাবের কথা শোনা যাচ্ছিল মূলত উত্তরবঙ্গের কিংবা জঙ্গলমহল থেকে। এবার ফোন করা হয়েছিল কলকাতার থেকে একাধিকবার বিধায়ক হওয়া যাদবপুরের অধ্যাপক দেবেশ দাসের কাছে। তিনি জানিয়েছেন, পিকের টিমের তরফ থেকে তাঁকে ফোন করা হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাবে না বলে দিয়েছেন। পিকের টিম তাঁর সঙ্গে দেখা করতে চাইলেন, তিনি তাতেও না করে দিয়েছেন।

দেবেশ দাসের ব্যাখ্যা

দেবেশ দাসের ব্যাখ্যা

এপ্রসঙ্গে দেবেশ দাসের ব্যাখ্যা মানুষ কেনা যায়, কিন্তু আদর্শ কেনা যায় না। তিনি আরও বলেছেন, যে আদর্শে তাঁরা বিশ্বাস করেন, তাতে পিকের টিমের প্রস্তাবে সাড়া দেওয়া যায় না। কার্যত প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে তাঁকে এনিয়ে বিরক্তি না করাই ভাল।

English summary
Ex left minister Debesh Das has returned the offer of Prashant Kishor's team to join TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X