যাঁদের সাইকেল কেনার ক্ষমতা ছিল না, তাঁরাও স্করপিও চড়ছেন! তৃণমূল প্রসঙ্গে বিস্ফোরক ভারতী ঘোষ
যাঁদের সাইকেল কেনার ক্ষমতা ছিল না তাঁরাও এখন স্করপিও চড়ছেন। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে এমনটাই কটাক্ষ ছুঁড়ে দিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। পাশাপাশি তাঁর অভিযোগ রাজ্যের পুলিশকে তৃণমূল দলদাসে পরিণত করেছে। ২০২১-এর ভোটে সব হিসেব বুঝিয়ে দেওয়া বলেও জানিয়েছেন তিনি।

তৃণমূলকে কটাক্ষ
এখন ভদ্রসভ্য মানুষেরা তৃণমূল করতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের টিকিটে দাঁড়াতেও চাইছেন না। তৃণমূলের উদ্দেশে এমনটাই কটাক্ষ করলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। তিনি আরও বলেন, যাঁদের সাইকেল কেনার ক্ষমতা ছিল না তাঁরা এখন স্করপিও চড়ছেন।

'পুলিশের স্বাধীনতা নেই'
সূত্রের খবর অনুযায়ী তিনি বলেন, রাজ্যে পুলিশের স্বাধীনতা নেই। কোনও দুষ্কৃতীকে গ্রেফতারে গেলে তৃণমূল নেতৃত্বের অনুমতি নিতে হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

'দিদিকে বলো' নিয়ে কটাক্ষ
ভারতী ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষে দিন শুরু হয়ে গিয়েছে। সেই কারণেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 'দিদিকে বলো'র মতো কর্মসূচি নিতে হচ্ছে। হুগলির কোন্ননগরে মহিলা মোর্চার এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।
[আরও পড়ুন:সারদা মামলায় ফের স্বস্তিতে রাজীব কুমার! গ্রেফতারির ওপর পেলেন অন্তর্বর্তী স্থগিতাদেশ ]