For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য সম্পাদকের ওপরে তৃণমূলের প্রভাব! পতাকা পরিবর্তনের বিরোধিতায় বিস্ফোরক প্রাক্তন ফব বিধায়ক

রাজ্যে ২০১১-তে বামেদের ক্ষমতা হারানোর সঙ্গে সিপিআইএম (CPIM) যেমন কৌলিন্য হারিয়েছে, তেমনই খুঁজে পাওয়া দায় একটা সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে গড়া ফরওয়ার্ড ব্লকের (Forward Block)। দলের পতাকাধরার লোক না থাকলেও সেই

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে ২০১১-তে বামেদের ক্ষমতা হারানোর সঙ্গে সিপিআইএম (CPIM) যেমন কৌলিন্য হারিয়েছে, তেমনই খুঁজে পাওয়া দায় একটা সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে গড়া ফরওয়ার্ড ব্লকের (Forward Block)। দলের পতাকা ধরার লোক না থাকলেও সেই দলই গোষ্ঠী কোন্দলে জেরবার। ফরওয়ার্ড ব্লকের পতাকায় পরিবর্তন নিয়ে একদিকে যেমন তোপ দেগেছেন প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ali imran ramz), অন্যদিকে তাঁকে দল থেকে বহিষ্কারের হুমকি গিয়েছেন রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় (naren chatterjee)।

দলের পতাকায় পরিবর্তনের সিদ্ধান্তেই গণ্ডগোল

দলের পতাকায় পরিবর্তনের সিদ্ধান্তেই গণ্ডগোল

১৯৪৮ সাল থেকে ফরওয়ার্ড ব্লকের পতাকায় বাঘের সঙ্গে কাস্তে হাতুড়ি রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা পাশ করানো হয়েছে কেন্দ্রীয় কাউন্সিলে। পতাকা থেকে কাস্তে হাতুড়ি বাদ দেওয়া হয়েছে। দলের প্রাক্তন বিধায় আলি ইমরান রামজের অভিযোগ, এই সিদ্ধান্তের বিপক্ষে বেশিরভাগ থাকলেও, কৌশলে তা কেন্দ্রীয় কাউন্সিলের পাশ করানো হয়েছে।

চিত্ত বসু, অশোক ঘোষরা কি ভুল করেছিলেন?

চিত্ত বসু, অশোক ঘোষরা কি ভুল করেছিলেন?

২২ জুন দলের নতুন পতাকা নিয়ে অনুষ্ঠান করতে চায় নরেন চট্টোপাধ্যায় গোষ্ঠী। এরই প্রতিবাদ করে আলি এমরান রামজের প্রশ্ন হঠাৎ কেন পতাকায় পরিবর্তন? ১৯৪৮ সাল থেকে তো এই পতাকা নিয়েই লড়াই। তাহলে কিচিত্ত বসু, অশোক ঘোষের মতো নেতারা ভুল করেছিলেন, নাকি বর্তমানের দায়িত্বপ্রাপ্তরা নিজেদেরকে তাঁদের থেকে বড় বলে মনে করেন? অশোক ঘোষের মৃত্যুর পরে দলের রাজ্য ও জেলার নেতাদের সঙ্গে আলোচনা না করে কেন এই সিদ্ধান্ত, সেই প্রশ্ন করেছেন আলি ইমরান রামজ।

দলকে বিক্রি করছেন বর্তমান রাজ্য নেতৃত্ব

দলকে বিক্রি করছেন বর্তমান রাজ্য নেতৃত্ব

আলি ইমরান রামজের আরও অভিযোগ দলের বর্তমান রাজ্য সম্পাদক দলকে বিক্রি করে দিচ্ছেন। পার্টি অফিসকে ব্যক্তি মালিকানার পরিবর্তন করছেন। উত্তর ২৪ পরগনার পার্টি অফিস সোনার দোকানকে ভাড়া দেওয়া হয়েছে। কোচবিহারেও একই পরিস্থিতি। এইসব কাজ করতে গিয়ে যে টাকা উঠেছে, তা কোথায় গেল, সেই প্রশ্ন করেছেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন এই বিধায়ক। রাজ্য সম্পাদকের সঙ্গে ডানপন্থী শক্তি তৃণমূল-বিজেপির আঁতাতের অভিযোগও তিনি করেছেন। তাঁর আরও অভিযোগ নরেন চট্টোপাধ্যায়ের ওপরে বর্তমানে তৃণমূলের প্রভাব বেশি।

ফরওয়ার্ড ব্লকে থেকেও পৃথক মঞ্চ

ফরওয়ার্ড ব্লকে থেকেও পৃথক মঞ্চ

কলকাতা ছাড়াও, হাওড়া, বাঁকুড়া, উত্তর দিনাজপুরের মতো নটি জেলার ফরওয়ার্ড ব্লকের কর্মীদের একাংশকে নিয়ে আলি ইমরান রামজ আজাজ হিন্দ ফৌজ নামে আলাদা মঞ্চ তৈরি করেছেন। পাশাপাশি পুরনো পতাকা নিয়েই দলের প্রতিষ্ঠা দিবস পালন করবেন বলে জানিয়েছেন তিনি। নতুন মঞ্চে দলের প্রায় সাড়ে চার হাজার কর্মী যোগদান করেছেন বলেও দাবি করেছেন চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক।

পাল্টা তোপ নরেনের

পাল্টা তোপ নরেনের

তবে আলি ইমরানের অভিযোগকে কোনও গুরুত্ব দিতে চাননি ফরওয়ার্ড ব্লকের বর্তমান রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। তাঁর পাল্টা অভিযোগ, এরা অন্য দলে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। পতাকায় পরিবর্তন .নিয়ে তাঁর সাফাই, সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় কাউন্সিলে। সিদ্ধান্ত না মানলে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ২৭ জুন রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

(ছবি সৌজন্য: ফেসবুক)

বালা সাহেবের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়! মহারাষ্ট্রে একনাথ শিন্ডের পরে শিবসেনার আরও এক মন্ত্রী বিদ্রোহীবালা সাহেবের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়! মহারাষ্ট্রে একনাথ শিন্ডের পরে শিবসেনার আরও এক মন্ত্রী বিদ্রোহী

English summary
Ex Forward Block MLA Ali Imran Ramz opposes State secretary Naren Chatterjee on change in flag.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X