For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন সিপিএম নেতার দেহ উদ্ধার! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে

মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার ভাদুলিয়া জঙ্গল থেকে উদ্ধার হল মীর হেকারত নামে বছর ৫৮-র এক ব্যাক্তির দেহ।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার ভাদুলিয়া জঙ্গল থেকে উদ্ধার হল মীর হেকারত নামে বছর ৫৮-র এক ব্যাক্তির দেহ। তিনি কেশপুরের নেড়াদেউল এলাকার বাসিন্দা ও দীর্ঘদিন সিপিএম দলের লোকাল কমিটির সম্পাদক ছিলেন। তবে রাজ্যে পালা বদলের পর ঘরছাড়া ছিলেন‌।

প্রাক্তন সিপিএম নেতার দেহ উদ্ধার! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে

মীর হেকারত থাকতেন মেদিনীপুর শহরের সিপাই বাজারে। বেশ কিছুদিন ধরে পার্টির সঙ্গে দূরত্ব বাড়িয়ে জমি কেনা বেচার কাজ শুরু করেছিলেন‌ তিনি। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান‌ , এই খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সুকুমার মাহাতো, পিন্টু মাহাতো ও সঞ্জয় মাহাতো নামের এই তিনজন হেকারতকে খুন করে মাটিতে পুতে দেওয়ার কথা স্বীকার করেছে। তাদের জেরা করেই মৃতদেহ উদ্ধার করা হয়। জমি নিয়ে কোন‌‌ বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

[আরও পড়ুন: বিজেপিতে ফের কোন্দল! পাটনা বিমানবন্দরে ধুন্ধুমার পরিস্থিতি][আরও পড়ুন: বিজেপিতে ফের কোন্দল! পাটনা বিমানবন্দরে ধুন্ধুমার পরিস্থিতি]

বৃহস্পতিবার দুপুরে ঘর থেকে বেরিয়ে যান হেকারত। তার পরে আর বাড়ি ফিরে আসেননি। শনিবার তার নিখোঁজ থাকার ঘটনায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। হেকারতের ছেলে জাহাঙ্গির আলি বলেন, দোলের দিন দুপুরে বাবা ঘর থেকে বেড়িয়ে যান। শুনলাম যে তাকে খুন করা হয়েছে। কী উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে তা পরিবার বুঝতে পারছে না, জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: বাঁকুড়া লোকসভা কেন্দ্র সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ][আরও পড়ুন: বাঁকুড়া লোকসভা কেন্দ্র সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ]

English summary
Ex CPM leaders body recovered from West Midnapur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X