For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খগেন মুর্মুর পথেই কি প্রাক্তন বাম বিধায়ক! বিজেপির প্রস্তাব নিয়ে প্রকাশ্যে 'স্বীকারোক্তি'

দল থেকে বহিষ্কার করায় ক্ষুব্ধ করিমপুরের প্রাক্তন সিপিএম নেতা সমর ঘোষ। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাঁকে বহিষ্কার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দল থেকে বহিষ্কার করায় ক্ষুব্ধ করিমপুরের প্রাক্তন সিপিএম নেতা সমর ঘোষ। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাঁকে দল বহিষ্কার করেছে। ঘটনায় সিপিএম জেলা সম্পাদকের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন তিনি। করিমপুরের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে যোগসাজসের অভিযোগ উঠেছিল।

প্রাক্তন সিপিএম বিধায়কের বিজেপিতে যোগদানের জল্পনা

প্রাক্তন সিপিএম বিধায়কের বিজেপিতে যোগদানের জল্পনা

তৃণমূলের নেতা বিধায়করা তো যাচ্ছেনই, বাম নেতারাও গেরুয়া পথ ধরেছেন। বিজেপিতে যোগ দিয়ে উত্তর মালদহের সাংসদ হয়ে বিজেপিতে ভাল পদ
পেয়েছেন খগেন মুর্মু। সূত্রের খবর অনুযায়ী, অনেকেই সেই পথে পথিক হতে চান। সূত্রের খবর অনুযায়ী, সেই দলেই পড়ছেন প্রাক্তন এই বাম নেতা।

নেতার সাফাই

নেতার সাফাই

করিমপুরের প্রাক্তন সিপিএম বিধায়কর সমর ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিজেপি তাঁকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু তা তার পছন্দ হয়নি। তিনি নিজের
থেকে কারও কাছে যাননি বলেও দাবি করেছেন।

পুরনো দলের বিরুদ্ধে প্রশ্ন

পুরনো দলের বিরুদ্ধে প্রশ্ন

বিজেপিতে যোগ না দেওয়া সত্ত্বেও কেন তাঁকে বহিষ্কার করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন এই বাম নেতা।

 সোমবার সিপিএম থেকে বহিষ্কার

সোমবার সিপিএম থেকে বহিষ্কার

সিপিএম-এর নদিয়া জেলার সম্পাদক সুমিত দে জানান, বেশ কিছু গুরুতর অভিযোগ এবং পার্টির নীতি নৈতিকতা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের করিমপুর এরিয়া কমিটির সদস্য সমর ঘোষকে গঠনতন্ত্রের ১৯ নং ধারা এবং ১৩ নং উপধারায় অভিযুক্ত করে সরাসরি বহিষ্কার করা হয়েছে।

English summary
EX CPIM mla from Karimpur Samar Ghosh confessed that BJP has given him offer to join.He was expelled from CPM on last Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X