For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদি কি একাই সৎ! কাটমানি নিয়ে মমতার বিরুদ্ধেই তোপ দলের প্রাক্তন কাউন্সিলরের

কাটমানি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধেই এবার আক্রমণ শানালেন দলেই প্রাক্তন কাউন্সিলর। মেদিনীপুর শহরের ৫ নম্বরওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের নাম মৌ রায়।

  • |
Google Oneindia Bengali News

কাটমানি যাঁরা নিয়েছেন, তাঁদের ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই জেলায় জেলায় কাটমানি বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে। যদিও কাটমানি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধেই এবার আক্রমণ শানালেন দলেই প্রাক্তন কাউন্সিলর। মেদিনীপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের নাম মৌ রায়।

দিদি কি একাই সৎ! কাটমানি নিয়ে মমতার বিরুদ্ধেই তোপ দলের প্রাক্তন কাউন্সিলরের

মেদিনীপুর শহর তৃণমূলের নেত্রী মৌ রায়। তাঁর কাছেই কিনা এক প্রোমোটর কাটমানির টাকা ফেরত চেয়ে ফোন। প্রোমোটরের দাবি, এলাকায় ফ্ল্যাট তৈরির সময় প্রাক্তন কাউন্সিলরকে সাড়ে তিনলক্ষ টাকা দিয়েছিলেন তিনি। ফোন করে সেই টাকা তিনি ফেরত চান। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই সেই টাকার দাবিতে থানায় অভিযোগও দায়ের করেছেন ওই প্রোমোটর।

[আরও পড়ুন:১০ দিন আগের তৃণমূল নেতা নামলেন কাটমানির বিরোধিতায়! মোকাবিলায় বাঁশ হাতে রাস্তায় পুলিশ][আরও পড়ুন:১০ দিন আগের তৃণমূল নেতা নামলেন কাটমানির বিরোধিতায়! মোকাবিলায় বাঁশ হাতে রাস্তায় পুলিশ]

মেদিনীপুরের প্রাক্তন কাউন্সিল মৌ রায়ের দাবি প্রোমোটরে দাবি মিথ্যা। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় তিনি তোপ দেগেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেছেন, দিদি যদি মনে করে থাকেন, তিনি একাই সৎ, তাহলে ভুল করছেন। দিদির ঘোষণার পর থেকেই তিনি চরম আতঙ্কে রয়েছেন বলেও জানিয়েছেন। সঙ্গে রয়েছে অসহায়তা ও অস্বস্তিবোধও।

[আরও পড়ুন:মিমি চক্রবর্তীর জয়ের আনন্দে অনুষ্ঠান! অশ্লীল নাচের অনুষ্ঠান আয়োজনে অভিযুক্ত তৃণমূল নেতা][আরও পড়ুন:মিমি চক্রবর্তীর জয়ের আনন্দে অনুষ্ঠান! অশ্লীল নাচের অনুষ্ঠান আয়োজনে অভিযুক্ত তৃণমূল নেতা]

English summary
Ex Councillor of TMC expresses her anger on Mamata Banerjee on CutMoney issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X