For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিন পার্টির কার্যালয়ে যাওয়ার পরই তৃণমূলের হেভিওয়েট 'বেসুরো'! বাংলার রাজনীতিতে বড়সড় জল্পনার পাহাড়

  • |
Google Oneindia Bengali News

ক্রমাগত তৃণমূলের অন্দরে বাড়ছে 'বেসুরো' নেতাদের সংখ্যা। একের পর একে নেতা মন্ত্রী ক্রমাগত ভিন সুরে বক্তব্য প্রকাশ করছেন। অনেকেই মুখ খুলতে শুরু করেছেন দলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী থেকে যে পর্ব তৃণমূলের অন্দরে শুরু হয়েছে, তা কার্যত শেষ হওয়ার নাম নিচ্ছে না। এমন এক পরিস্থিতিতে উঠতে শুরু করেছে বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য়র তরফে।

ভিন পার্টির কার্যালয়ে নেতা! জল্পনা তুঙ্গে

ভিন পার্টির কার্যালয়ে নেতা! জল্পনা তুঙ্গে

শোনা যাচ্ছে, দিন কয়েক আগে ভিন পার্টির কার্যালয়ে গিয়েছিলেন বলে শোনা যাচ্ছে বহরমপুরের পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্যর বিষয়ে। শোনা গিয়েছে, তিনি কংগ্রেসের কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেন। এমন এক পরিস্থিতিতে এবার মুখ খুল খুললেন নীলরতন আঢ্য।

 উগড়ে দিলেন ক্ষোভ

উগড়ে দিলেন ক্ষোভ

এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীলরতন আঢ্য জানিয়েছেন, বহু দিন ধরেই দলীয় কার্যালয় থেকে শুরু করে দলের কোনও অনুষ্ঠানে তাঁকে ডাকা হয় না। এবিষয়ে বারবার নেতৃত্বকে তিনি জানালেও , কোনও সুরাহা হয়নি সমস্যার। এবিষয়ে তিনি দলের সভাপতি আবু তাহেরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

 অধীর সাক্ষাৎ নিয়ে দাবি

অধীর সাক্ষাৎ নিয়ে দাবি

এদিকে, ওই বেসরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নীলরত আঢ্য জানিয়েছেন, কংগ্রেসের কার্যালয়ে যাওয়া এবং অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তাঁর সাক্ষাৎ নেহাতই সৌজন্যমূলক। বহু বছর ধরে তিনি অধীর রঞ্জন চৌধুরীকে চেনেন। আর সেকারণেই এই সাক্ষাৎ।

 জল্পনা থেকেই যাচ্ছে

জল্পনা থেকেই যাচ্ছে

তৃণমূলের যোগদানের আগে বহু বছর বহরমপুরের বুকে দাপটে কংগ্রেসের কর্মী হিসাবে পরিচিতি ছিল নীলরতন সরকারের। প্রশ্ন উঠছে, এককালে ১৮ বছর ধরে বহরমপুরে কংগ্রেসের তরফে পুরসভায় প্রতিনিধিত্ব করার পর তৃণমূলে আসা নীলরতন কি তাহলে সত্যিই খুশি নন? এবার কি তাহলে আরও এক ভাঙন দেখা যাবে ঘাসফুলের অন্দরে। উত্তরের অপেক্ষায় রাজৈতিক মহল।

English summary
Ex Behrampore municipal Chairman Nilratan Addy is not happy with TMC now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X