For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খড়্গপুরে রেল ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, পরিবারের দাবি খুন, পুলিশ বলছে সাপের কামড়ে মৃত্যু

  • |
Google Oneindia Bengali News

খড়্গপুর, ২ অক্টোবর : দুর্নীতিবাজদের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়েও শেষ পর্যন্ত খুন হতে হয় কর্ণাটকের কোলার জেলার আইএএস আধিকারিক ডিকে রবিকে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়নি তো পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে কর্মরত রেলের আধিকারিক সৌরভ কুমারের (৩১)।

বৃহস্পতিবার বাড়িতেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় সৌরভের দেহ। সৌরভের নিথর দেহ প্রাথমিকভাবে যাচাইয়ের পরে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। তাদের দাবি, সাপের কামড়ে মৃত্যু হয়েছে সৌরভের।

খড়্গপুরে রেল ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, পরিবারের দাবি খুন

যদিও পুলিশের এই দাবি কোনওমতেই মানতে রাজি নয় সৌরভের পরিবার। তাঁরা জানাচ্ছেন, সৌরভ একজন সৎ আধিকারিক ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে বেআইনি কাজ হাসিলের জন্য তার উপরে চাপ আসছিল। যদিও তাতে রাজি ছিলেন না তিনি। আর সেজন্যই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সৌরভকে।

সৌরভের বাবার দাবি, যে বিছানায় সৌরভের দেহ পড়েছিল, সেখানে একটি কলম পাওয়া গিয়েছে। রেলের ঠিকাদারদের অবৈধ কাজকর্মের বিরুদ্ধে বেঁকে বসাতেই অফিসেরই অন্য কর্মীদের কোনও একটি দুষ্টচক্রের হাতে হয়ত তাঁর ছেলের প্রাণ গিয়েছে, এমনটাই মনে করছেন তিনি।

পুলিশের তদন্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কারণ, পরিবারের অভিযোগ খতিয়ে দেখে কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এমনকী সৌরভের ঘর থেকে যে সমস্ত জিনিস তদন্তের স্বার্থে উদ্ধার করেছে পুলিশ, তাতে সৌরভের মোবাইল নেই। পরিবারের দাবি, সেটা থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেত পারত পুলিশ।

English summary
Engineer found dead under mysterious circumstances in Kharagpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X