
গরুপাচার-কাণ্ডে ফের ইডির তলব অভিনেতা-সাংসদ দেবকে, টানা ৫ ঘণ্টা জেরা
গরুপাচার কাণ্ডের তদন্তে ইডির জেরার মুখোমুখী হলেন টিএমসি সাংসদ অভিনেতা দেব। দিল্লিতে ইডির দফতরে গত মঙ্গলবার হাজিরা দিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে প্রায় ৫ ঘণ্টা জেরা করা হয়। এর আগে ফেব্রুয়ারি মাসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছিল। পরে আবার ঘটনার তদন্ত শুরু করে ইডি। সেই মামলায় ইডির দফচতরে হাজিরা দেন দেব।

দেবকে জেরা ইডির
সকলের অলক্ষ্যেই দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিলেন টিএমসি সাংসদ অভিনেতা দেব। মঙ্গলবার ইডির ডাকে সাড়া দিয়ে তিনি দিল্লির দফতরে হাজিরা দেয়েছিলেন। সেখানে প্রায় ৫ ঘণ্টা দেরা করা হয় অভিনেতা সাংসদকে। এর আগে গরুপাচার কাণ্ডের তদন্তে সিবিআই জেরার মুখে পড়তে হয়েছিল অভিনেতা সাংসদ দেবকে। সেখানেও প্রায় ৪ থেকে সাড়ে চার ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে।

কেন গোপনে হাজিরা
জানা গিয়েছে গত সপ্তাহে হাজিরার জন্য তলব করা হয়েছিল অভিনেতা দেবকে। সেই তলব জানতে পেরেই তিনি নির্ধারিত সময়ে দিল্লি উড়ে যান। গত ১৫ ফেব্রুয়ারি এই একই মামলায় সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। দেব জানিয়েছেন গরুপাচার কাণ্ডের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি নির্দোষ তাই হাজিরা এড়ানোর কোনও প্রশ্নই ওঠেনা। সূত্রের খবর এই মামলায় সিবিআইকে যে বয়ান দিয়েছেন দেব সেটার সঙ্গে তাঁদের কাছে দেওয়া বয়ান মিলিয়ে দেখতে চান ইডির অফিসাররা।

এনামুলের মুখে দেবের নাম
গরুপাচার কাণ্ডে গ্রেফতার হওয়া এনামুল হককে জেরা করতে গিয়ে একাধিক বার দেবের নাম সামনে এসেছে। সেকারণেই সিবিআইয়ের তদন্তকারী আধিকারীকরা দেবকে তলাব করে। গরুপাচার কাণ্ডের কোন বিষয়ের সঙ্গে তারকা সাংসদদের যোগ রয়েছে তা জানতে চেয়েছিলেন তাঁরা। সূত্রের খবর এনামূলের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত ছিলেন দেব। এনামূল নাকি দেবকে দামি ঘড়ি উপহার দিয়েছিলেন। এনামূলের এই দাবি কতটা সত্যি তা জানতেই তলব করা হয়েছিল দেবকে।

অনুব্রতকে তলব
গরুপাচার কাণ্ডের তদন্তে একাধিকবার তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু তিনি মাত্র একবারই হাজিরা দিয়েছেন। প্রতিবারই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছে। গরুপাচার কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তাঁকেই ইডি জেরা করেছে একাধিকবার দিল্লিতে সিবিআইয়ের পক্ষ থেকে তাঁর স্ত্রী রুজিরাকে একাধিকবার জেরা করা হয়েছে।
Weather Update: সকাল থেকে মেঘের গর্জন, ৫ জেলায় শুরু বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া