For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেয়াপ্ত হবে রোজভ্যালির সমস্ত সম্পত্তি! সিবিআই-এর পর ইডি সক্রিয় হয়ে উঠল তদন্তে

সারদা-নারদের পর রোজভ্যালি-কাণ্ডের তদন্তেও এবার গতি আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রাজ্যের আর্থিক দুর্নীতি মামলায় সক্রিয় হয়ে উঠছে সিবিআই ও ইডি।

Google Oneindia Bengali News

সারদা-নারদের পর রোজভ্যালি-কাণ্ডের তদন্তেও এবার গতি আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রাজ্যের আর্থিক দুর্নীতি মামলায় সক্রিয় হয়ে উঠছে সিবিআই ও ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি আরও গতি আনছে রোজভ্যালি-কাণ্ডের তদন্তে।

বাজেয়াপ্ত হবে রোজভ্যালির সমস্ত সম্পত্তি! সক্রিয় ইডি

ইডি তরফে জানা গিয়েছে, রোজভ্যালির সমস্ত সম্পত্তি অ্যাটাচমেন্টের পথেই এগোচ্ছেন গোয়েন্দারা। এজন্য ইতিমধ্যেই ইডির তরফে বিশেষ এক প্ল্যান নেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে এই মর্মে ইডি-র গোয়েন্দারা পৃথক ৩০টি দলে ভাগ হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালাবে। এইভাবে অভিযান চালিয়েই রোজভ্যালির সম্পত্তি অ্যাটাচমেন্টের প্রক্রিয়া শুরু করবে ইডি।

দক্ষিণ কলকাতা ও কলকাতা শহরতলির সোনারপুর, বাগুইআটি, পূর্ব মেদিনীপুরের মন্দারমণি-সহ রাজ্যের বিভিন্ন্ জায়গায়া রোজভ্যালির সম্পত্তি ছড়িয়-ছিটিয়ে রয়েছে। সেই তালিকায় রয়েছেহোটে, রিসর্ট, জমি, বাড়ি. এমনকী সোনার গয়নার দোকানও। সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে তৎপর হচ্ছে ইডি।

উল্লেখ্য, সম্প্রতি সারদা ও নারদ মামলায় সিবিআইও সক্রিয় হয়ে উঠেছে। সিবিআই-এর তরফে বিশেষ আধিকারিক পাঠিয়ে কেন তদন্তে বিলম্ব, তা জানারা প্রক্রিয়ার পাশাপাশি তদন্তকারী আধিকারিকদের সরিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। সেই নিরিখে ইডি-রও সক্রিয় হয়ে ওঠে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

English summary
Enforcement Director being active to attach the property of Rose Valley. Ed will raid all over Bengal on Friday divided in 30 teams.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X