For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরবঙ্গে এনসেফেলাইটিসে মৃত বেড়ে ৪৭

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাংলা
শিলিগুড়ি, ২০ জুলাই: উত্তরবঙ্গে এনসেফেলাইটিসে মারা গেলেন আরও দু'জন। এ নিয়ে গত ১৮ দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ জন। ঘটনার জেরে উদ্বিগ্ন রাজ্য সরকার উত্তরবঙ্গের সাতটি জেলায় চরম সতর্কতা জারি করেছে।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার অমরেন্দ্রনাথ সরকার জানান, এই বছরের শুরু থেকে এখনও পর্যন্ত ৩২০ জন এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বিভিন্ন সময়। তবে এই দফায় অবস্থা সবচেয়ে খারাপ।

গতকাল এনসেফেলাইটিসে আক্রান্তদের দেখতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন মন্ত্রী গৌতম দেব। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও দীর্ঘক্ষণ বৈঠক করেছেন তিনি। আগামীকাল অর্থাৎ সোমবার স্বাস্থ্য দফতরের বড় কর্তাদের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বৈঠক করবেন বলে খবর। এই বৈঠক হবে 'উত্তরকন্যা' সচিবালয়ে। অবিলম্বে রোগ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, জীবাণুঘটিত রোগ হল এনসেফেলাইটিস। এতে মস্তিষ্কে প্রদাহ অনুভূত হয়। মৃদু অবস্থায় মাথাব্যথা, জ্বর ইত্যাদি হয়। আর চরম অবস্থা হলে খিঁচুনি হয়, শরীর কাঁপতে থাকে। রোগী ভুল বকে। শেষ পর্যন্ত মৃত্যুও ঘটে থাকে।

English summary
Encephalitis deaths in West Bengal rises to 47
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X