For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সরকারের অনুমতি ছাড়াই হয়েছে নিয়োগ! বেতন বন্ধ হয়ে গেল সংস্থার কর্মীদের

অনুমতি ছাড়াই নিয়োগ বরদাস্ত নয়, আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল কোনও নিয়োগ হবে না মুখের কথায়।

  • |
Google Oneindia Bengali News

অনুমতি ছাড়াই নিয়োগ বরদাস্ত নয়, আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল কোনও নিয়োগ হবে না মুখের কথায়। এরপরও রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের অনুমতি না নিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিয়োগ হয়েছে। অনুমতি ছাড়া এই নিয়োগে আপাতত বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিএআর।

নিয়োগে স্বজনপোষণ!

নিয়োগে স্বজনপোষণ!

আইসিএআর অর্থাৎ এগ্রিকালচার টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, নিয়োগে স্বজনপোষণের মতো মারাত্মক অভিযোগ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের আত্মীয়রাই চাকরি পেয়েছে বলে অভিযোগ। তারপরই নির্দেশিকা পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে। এবং নিয়োগ নিয়ে তদন্তের মধ্যে বেতন বন্ধের নির্দেশ দেওয়া হল।

১০টি পদে বিতর্ক জারি

১০টি পদে বিতর্ক জারি

আইসিএআর বিধাননগর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান কেন্দ্রে বেতন ও গবেষণার জন্য অর্থ বরাদ্দ করে। রাজ্য সরকার অনুমোদিত পদগুলির জন্য মূলত অর্থ দেয় আইসিএআর। এই বছরেরই মাঝামাঝি সময়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। ১০টি পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়। তা নিয়েই বিতর্ক শুরু হয় বিজ্ঞপ্তি জারির পর থেকে।

বেতন বন্ধের নির্দেশ

বেতন বন্ধের নির্দেশ

অভিযোগ, এই সমস্ত পদের জন্য স্বজনপোষণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আধিকারিকদের আত্মীয়দের চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই পদগুলি সৃষ্টির ক্ষেত্রেও রাজ্য সরকারের অনুমোদন নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আইসিএআর। তার আগে চিঠি দিয়ে ওইসমস্ত কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে।

[ মমতা হিজাব পরলে ধর্মনিরপেক্ষ, নুসরত অঞ্জলি দিলে বিরুদ্ধাচরণ কেন, প্রশ্ন তসলিমার][ মমতা হিজাব পরলে ধর্মনিরপেক্ষ, নুসরত অঞ্জলি দিলে বিরুদ্ধাচরণ কেন, প্রশ্ন তসলিমার]

[নারদকাণ্ডে মির্জার দোষ তো করেছেন শোভনও! তবে কেন গ্রেফতার নন, চাপ বাড়ছে][নারদকাণ্ডে মির্জার দোষ তো করেছেন শোভনও! তবে কেন গ্রেফতার নন, চাপ বাড়ছে]

English summary
Employees salaries are stopped due to appoint without permission of State. The posts are created without Mamata Banerjee’s permission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X