For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার শিলিগুড়িতেও হাতি সাফারি, বেঙ্গল সাফারি পার্কে হাতি সাফারির উদ্বোধন করলেন গৌতম দেব

বেঙ্গল সাফারি পার্কে এবার শুরু হল হাতি সাফারি। সোমবার শিলিগুড়ির কাছে বেঙ্গল সাফারি পার্কে হাতি সাফারির উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গল সাফারি পার্কে এবার শুরু হল হাতি সাফারি। সোমবার শিলিগুড়ির কাছে বেঙ্গল সাফারি পার্কে হাতি সাফারির উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। আপাতত দুটি হাতি দিয়ে শুরু হয়েছে এই হাতি সাফারি।

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কেও এবার হাতি সাফারি

রাজ্যের হাতি সাফারি বলতে এতদিন নাম চলে আসত ডুয়ার্সের। পুজোর মুখে সোমবার থেকে সেই নামের সঙ্গে যুক্ত হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। উর্মিলা ও লক্ষ্মী নামের দুটি হাতিকে দিয়ে আপাতত শুরু হয়েছে হাতি সাফারির কাজ। উর্মিলা আনা হয়েছে বক্সা থেকে আর লক্ষ্মীকে আনা হয়েছে জলদাপাড়া থেকে। আপাতত সকালে তিন বার ও বিকেলে তিন বার করে এই সাফারির কাজ চলবে। সময় বরাদ্দ করা হয়েছে ৩০ মিনিট। চাহিদা বাড়লে হাতির সংখ্যা বাড়ানো হবে। যেখানে জলদাপাড়ায় পর্যটকদের কাছ থেকে নেওয়া হয় ৮০০ টাকা করে সেখানে, বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের কাছ থেকে নেওয়া হবে ৩০০ টাকা।

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কেও এবার হাতি সাফারি

ইতিমধ্যেই রঙিন পাখি, হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার আনা হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। আনা হয়েছে ৪ টি ময়ূরও। আরও বাঘ, পাখি এবং অন্য জীব জন্তুও আনা হবে এই পার্কে।

বেঙ্গল সাফারি পার্কে বাংলার হাতের কাজের নানা জিনিস পাওয়া যাবে। বিশ্ব বাংলার স্টলও খোলা হবে। ২০১৬-র ২১ জানুয়ারি এই বেঙ্গল সাফারি পার্কের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Elephant safari starts at Bengal safari park near siliguri, West Bengal. Primarily elephant safari starts with two elephant.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X