For Quick Alerts
For Daily Alerts
বৌকুন্ঠপুরে তড়িদাহত হয়ে হাতির মৃত্যু
বৌকুন্ঠপুর ফরেস্টের তারঘেড়া বিট এলাকায় তড়িদাহত হয়ে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

খবর পেয়ে স্থলে ছুটে যান বন দফতরের আধিকারিকরা। ফরেস্ট এলাকায় ১১ হাজার পাওয়ার বিদ্যুতের তার নিচুতে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রথমিক অনুমান। সুরে বিদ্যুতের তার লেগে যাওয়ায় শক লেগে হাতিটির মৃত্যু হয় বলে ধারণা বন আধিকারিকদের।
পরিবেশ প্রেমীদের অভিযোগ, বিদ্যুৎ দফতরের গাফিলতির কারনেই মৃত্যু হয়েছে হাতিটির। সকালে স্থানীয় বাসিন্দারা পূর্ণবয়স্ক হাতিটিকে বনের ধারে পরে থাকতে দেখেন। তাঁরাই বন দফতরকে খবর দেন। ময়নাতদন্তের পর মৃত হাতিটির দাহ করা হয়।