শুনশুনিয়াতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে হাতির
ঝাড়গ্রাম জেলার সীমান্তে, ঝাড়খণ্ডের চাকুলিয়া এলাকার শুনশুনিয়াতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে একটি হাতির। শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। রেল লাইনের ওপর হাতির মৃত্যুর পর সেটির দেহাংশ পাওয়া গেলেও পাওয়া যায়নি তার দাঁত। বনবিভাগের ও রেলের আধিকারিকরা সেখানে যাওয়ার পর হাতির দাঁত দেখতে না পেয়ে অনুমান করছেন যে এলাকায় কোনও দুষ্কৃতীরা ওই দাঁত কেটে নিয়ে পালিয়ে গিয়েছে।

এদিন চাকুলিয়া এলাকার শুনশুনিয়াতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে হাতির। জানা গিয়েছে যে গত কয়েক দিন ধরে ঝাড়গ্রাম জেলা ও ঝাড়খণ্ডের সীমান্তে ঘুরে বেড়াচ্ছে হাতির দল। বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম এলাকার থেকে কয়েকটি হাতি তাড়িয়ে দেওয়া হয় ঝাড়খণ্ডের দিকে। যে হাতিটি মারা গিয়েছে সেটি ওই দলের হাতি বলে মনে করছেন বন বিভাগের কর্মীরা।
উল্লেখ্য যে ২০১৮ সালে আগস্ট মাসে দক্ষিণ পূর্ব রেলেরই গিধনি ও কানিমহুলি স্টেশনের মাঝে ডুমুরিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল তিনটি হাতির। তবে কোন হাতির দাঁত চুরি করা হয় নি।

কিন্তু এদিন মৃত হাতির দাঁত পাওয়া না যাওয়ায় উদ্বিগ্ন এই এলাকার লোকজন ও বন বিভাগের কর্মীরা। কারণ হাতির দাঁত বিক্রি করা হয় মোটা অঙ্কের টাকাতে। এই দাঁত দিয়ে তৈরি করা হয় নানান সৌখিন জিনিস। হাতির দাঁত খোলা বাজারে বিক্রি করা এই দেশে বেআইনি। বিভিন্ন সময়ে বন বিভাগের কর্মী দের হাতে হাতির দাঁত পাচার ও বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে অনেকেই। এই হাতির দাঁত পরিচালনাকারীদের হাতে গিয়ে পড়েছে কী না তার খোঁজ চালাচ্ছে চাকুলিয়া এলাকার বন বিভাগের আধিকারিকরা।