For Quick Alerts
For Daily Alerts
মাদারিহাটে দাঁতাল হাতির হানার ভাঙল ঘরবাড়ি, আতঙ্ক এলাকায়
লাগাতার হাতির হানায় আতঙ্কিত বনবস্তি এলাকার মানুষ। গতকাল গভীর রাতে বন্ধ মুজনাই চা বাগানে ঢুকে পড়ে একটি দাঁতাল। হাতি হানা দিয়ে ভেঙে দিল ঘর।

ঘটনাটি ঘটেছে আজ সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের বন্ধ মুজনাই চা বাগানে। গতকাল রাতে জলদাপাড়া জঙ্গল থেকে একটি বুনো হাতি মুজনাই বাগানের পাঁচ নং লাইনে ঢুকে পড়ে এরপর ঢুকে বাগানের শ্রমিক সূর্য ওঁরাও ও ছবিলাল ওঁরাওয়ের ঘর ভেঙে দেয়।
[আরও পড়ুন:কোচবিহারের স্কুলে চালু হল ন্যাপকিন ভেন্ডিং মেশিন]
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারি নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: দীর্ঘ ১১ মাস বেতন বন্ধ শিশু শ্রমিক স্কুলের কর্মীদের]