For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম দফার ভোটের আগে তৎপর কমিশন, হিংসামুক্ত ভোট করতে কড়া নির্দেশিকা জারি

প্রথম দফার ভোটের আগে তৎপর কমিশন, হিংসামুক্ত ভোট করতে কড়া নির্দেশিকা জারি

Google Oneindia Bengali News

প্রথম দফার ভোটের আগে উত্তরবঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন। হিংসামুক্ত ভোট করাতে নির্বাচন কমিশন একাধিক কড়া নির্দেশিকা জারি করেছে। তারসঙ্গে করোনা বিধির কথা মাথায় রেখে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। ভোট সুষ্ঠু ও অবাধ করতে ২০৯ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে।

প্রথম দফার ভোটের আগে তৎপর কমিশন, হিংসামুক্ত ভোট করতে কড়া নির্দেশিকা জারি

করোনার কারণে সব বুথ একতলাকেই হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ভোটারদেরও করোনা বিধি মেনেই বুথে আসতে হবে বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। মুখে মাস্ক হাতে গ্লাভস পরে ভোট দিতে আসতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। একই সঙ্গে প্রতি বুথের স্যানিটাইজেশনে জোর দেওয়া হয়েছে। করোনা বিধি না মেনে ভোট দিতে এলে ভোট দেওয়া যাবে না বলে জানানো হয়েছে।

ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে দুই মেদিনীপুরে বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে। ভোটকর্মীদের সকলের করোনা িটকা করণ করা হয়েছে। বুথে যাতে ভিড় না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। করোনার কারণে প্রচারেও কড়া নজর রাখা হচ্ছে। স্পর্ষ কাতর বুথগুলিতে ওয়েবকাস্টিং করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এদিকে আজ দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতা কর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করা হয়।

প্রশান্ত কিশোরের 'গেম প্ল্যান'-এ মাত হবে বিজেপি! চিত্রনাট্য সাজিয়েই আসরে মমতাপ্রশান্ত কিশোরের 'গেম প্ল্যান'-এ মাত হবে বিজেপি! চিত্রনাট্য সাজিয়েই আসরে মমতা

English summary
Election issue strict instruction for First phase vote of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X