For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে প্রকাশ, ডিএম এসপিদের কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে প্রকাশ, ডিএম এসপিদের কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

Google Oneindia Bengali News

বিহারের মডেলে একুশের বিধানসভা নির্বাচন করানো হবে বাংলায়। রাজ্যে এসেই আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। দফায় দফায় জেলা শাসক, পুলিসসুপারদের সঙ্গে বৈঠকে বসেবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে আগেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিল বিজেপি। প্রমাণ হিসেবে জেিপ নাড্ডার উপর হামলার ঘটনার ভিডিও দিয়েছিলেন তাঁরা।

রাজ্য সফরে উপ নির্বাচন কমিশনার

রাজ্য সফরে উপ নির্বাচন কমিশনার

একুশের ভোেটর দামামা বেজে গিয়েছে। নির্বাচনের খুঁটিনাটি খতিয়ে দেখতে পাঁচদিনের রাজ্য সফরে এসেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। রাজ্য সফরে এসেই জেলা শাসক, পুলিস সুপারদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখানেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুদীপ জৈন। কমিশনের এই উদ্বেগের নেপথ্যে যে বিজেপির একাধিক নালিশ রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। তবে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোট করাতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। সেকারণে উপ নির্বাচন কমিশনারের রাজ্য সফর বলে মনে করা হচ্ছে।

ডিএম, এসপিদের নির্দেশ

ডিএম, এসপিদের নির্দেশ

রাজ্যে এসেই জেলা শাসক ও পুলিস সুপারদের সঙ্গে বৈঠক করেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ১৪টি জেলার পুলিস সুপার ও জেলাশাসকরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। নির্বাচন শান্তিপূর্ণ করতে কড়া বার্তা দিয়েছেন সুদীপ ৈজন। সব বুঝে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। আইন শৃঙ্খলার অবনতি হলেই জানাতে হবে কমিশনকে। ১০০ শতাংশ বুথ স্পর্শ কাতর ধরে নিয়েই কাজ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। ভোটাররা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারেন সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনে নালিশ বিজেপির

নির্বাচন কমিশনে নালিশ বিজেপির

সুদীপ জৈনের রাজ্য সফরে আসার আগেই দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে চিঠি দিয়েছিল বিজেপির প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বপন দাশগুপ্ত, লকেট চট্টোপাধ্যায়রা। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ করেছেন তাঁরা। প্রমাণ হিসেবে জেপি নাড্ডার উপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ জমা দিয়েছেন বিজেপি নেতারা।

আইপিএস তরজা

আইপিএস তরজা

এদিকে জেপি নাড্ডার উপর ডায়মন্ড হারবারে হামলার ঘটনার দিন যে তিন আইপিএস অফিসার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁদের দিল্লিতে তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিয়েছে। কিন্তু তাঁদের রাজ্য থেকে ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ষ কেন্দ্র রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

বামেদের থেকে বড় ভুল করেছেন মমতা! মুখ্যমন্ত্রীর হাতে টাকা দিলে পেট্রোলের মতো উধাও, কটাক্ষ দিলীপেরবামেদের থেকে বড় ভুল করেছেন মমতা! মুখ্যমন্ত্রীর হাতে টাকা দিলে পেট্রোলের মতো উধাও, কটাক্ষ দিলীপের

English summary
Election commission worried about Bengal law and order situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X