For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৎপর কমিশন, তৃণমূলের 'দাবি' খারিজ করে সুশান্ত ঘোষের উপল হামলার ঘটনায় ধৃত ৭

Google Oneindia Bengali News

প্রথম দফার ভোটে সকাল থেকেই উত্তপ্ত জঙ্গলমহল৷ গড়বেতাতে সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ৷ অভিযোগ, বিক্ষোভকারীরা প্রত্যেকেই তৃণমূল কর্মী৷ তবে এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি উল্টে অভিযোগ করেছেন সিপিএমের হার্মাদ, জল্লাদরাই এই সব কাণ্ড ঘটাতে পারে। যদিও তৃণমূল কংগ্রেসের এহেন পাল্টা দাবিকে একপ্রকার খারিজ করেই এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও তৎপর হয়েছে কেন্দ্রীয় বাহিনী

আরও তৎপর হয়েছে কেন্দ্রীয় বাহিনী

আজ সকাল সাড়ে আটটা নাগাদ গড়বেতা ৩ নম্বরে ভেলাইয়া গ্রামে ভোট দিতে যান সুশান্ত ঘোষ৷ সেখান থেকে বেরিয়ে আসার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা৷ সেই সময় শালবনির সিপিএম প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন দু'জন পুলিশকর্মী৷ তাঁরাই সুশান্ত ঘোষকে সেখান থেকে বের করে নিয়ে যান৷ ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কোথায় কীভাবে হামলার ঘটনা ঘটল তা জানতে চাওয়া হয়েছে। এই ঘটনার পর আরও তৎপর হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

সংবাদমাধ্যমের উপর চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সংবাদমাধ্যমের উপর চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বুথের ১০০ মিটার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকার কথা থাকলেও সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সকলে বুথের ভিতরেই ছিলেন৷ সুশান্ত ঘোষকে পুলিশ সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার পর পরই এলাকায় উপস্থিত সংবাদমাধ্যমের কর্মীদের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে৷ একাধিক সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে৷

'সিপিএমের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না'

'সিপিএমের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না'

এদিকে শালবনির একাধিক বুথে সিপিএমের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন সুশান্ত ঘোষ৷ অভিযোগ করেছেন, রাজ্যের শাসক দল ছাড়া আর কোনও পোলিং এজেন্ট নেই৷ বসতে দেওয়া হয়নি৷ একইসঙ্গে ভেলাইয়া গ্রামে তাঁকে ঘিরে যে বিক্ষোভ হয়েছে তা গণতন্ত্রের লজ্জা বলে মনে করছেন সুশান্ত ঘোষ৷

খারিজ তৃণমূলের দাবি

খারিজ তৃণমূলের দাবি

এদিকে সুশান্ত ঘোষের উপর কোনও হামলাই হয়নি বলে দাবি করেছেন শালবনির তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকান্ত মাহাত। তিনি দাবি করেছেন কোথাও কোনও হামলার ঘটনা ঘটেনি। পুরোটাই মিথ্যে বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেস শান্তি ও উন্নয়নের পথে বিশ্বাসী। যদিও তৃণমূল কংগ্রেসের এহেন পাল্টা দাবিকে একপ্রকার খারিজ করে এই ঘটনায় গ্রেফতার করা হল ৭ জনকে।

দেবশ্রী রায়ের বিভিন্ন মুহূর্তের ছবি

English summary
Election commission takes prompt action, 4 arrested in incident on CPIM candidate Sushant Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X