For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের প্রার্থী লাভলি মৈত্রের স্বামীকে অপসারণের প্রক্রিয়া শুরু

  • By Avik
  • |
Google Oneindia Bengali News

একুশের নির্বাচনী দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতিও তুঙ্গে। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। স্ত্রী অভিনেত্রী লাভলি মৈত্র রায় আসন্ন বিধানসভা ভোটে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে শাসকদল তৃণমূলের প্রার্থী হয়েছেন। এবার স্ত্রীর ভোটে লড়ার ক্ষেত্রে যাতে কোনও প্রভাব বিস্তার করতে না পারেন, তার জন্য হাওড়ার (গ্রামীণ) পুলিশ সুপার সৌম্য রায়কে অপসারণের প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন।

তৃণমূলের প্রার্থী লাভলি মৈত্রের স্বামীকে অপসারণের প্রক্রিয়া শুরু

২০১২ সালের আইপিএস সৌম্য রায় রাজ্য পুলিশে কর্মঠ ও দক্ষ অফিসার হিসেবেই পরিচিত। ক্যানিংয়ের মহকুমা পুলিশ আধিকারিকের পাশাপাশি কলকাতা পুলিশেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছিলেন। গত ২০১৯ সালের ২৯ মে তাঁকে হাওড়া (গ্রামীণ) পুলিশের সুপারের দায়িত্ব দিয়ে পাঠায় রাজ্য সরকার। সেই দায়িত্ব দক্ষতার সঙ্গেই সামলাচ্ছিলেন তিনি। কিন্তু স্ত্রী লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়াতেই পরিস্থিতি বদলে যায়। সৌম্য রায়ের বিকল্প হিসেবে তিন পুলিশ আধিকারিকের নাম চেয়ে নবান্নে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠাচ্ছে কমিশনের তরফ থেকে বলেই খবর।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কেউ কোনও রাজনৈতিক দলের কিংবা নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়লে তাঁর স্বামী কিংবা স্ত্রী কোনও গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে অর্থা‍ৎ ভোটের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত কোনও পদে থাকতে পারেন না। ওই নিয়মের জালেই পড়েছেন সৌম্য। জানা গেছে, ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে তাঁকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের (সিইও) এক আধিকারিক জানিয়েছেন, 'চলতি বিধানসভা ভোট পর্যন্ত সরাসরি ভোটেরত সঙ্গে সম্পর্কযুক্ত এমন কোনও পদে থাকতে পারবেন না সৌম্য রায়। তাঁকে সরিয়ে নেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে চিঠি পাঠানো হচ্ছে।'

English summary
Election Commission starts process of removing TMC candidate Lovely Maitra's husband
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X