For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা-পার্থর ফাঁস হওয়া অডিও টেপ নিয়ে রিপোর্ট চাইল কমিশন, বিতর্কে নতুন মাত্রা

মমতা-পার্থর ফাঁস হওয়া অডিও টেপ নিয়ে রিপোর্ট চাইল কমিশন, বিতর্কে নতুন মাত্রা

Google Oneindia Bengali News

বাংলায় চতুর্থ দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কোচবিহারের শীতলকুচিতে চারজনের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ও কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়ের কথোপকোথনের অডিও ক্লিপ ফাঁস করে বিজেপি। সেই অডিও ক্লিপ নিয়ে রিপোর্ট চাইল কমিশন। তারপরই নতুন মাত্রা পেয়েছে শীতলকুচি বিতর্ক।

মমতা-পার্থর ফাঁস হওয়া অডিও টেপ নিয়ে রিপোর্ট চাইল কমিশন, বিতর্কে নতুন মাত্রা

পঞ্চম দফা ভোটের দিন মমতা-পার্থপ্রতিমের অডিও টেপ ফাঁস করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আর ষষ্ঠ দফা নির্বাচনের ঠিক দুদিন আগে রাজ্য নির্বাচনী আধিকারিকের কাছে টেপের কথোপকোথনের বিষয়ে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কীভাবে ওই কথোপকোথন রেকর্ড করা হয়েছে, কমিশন তাও জানতে চেয়েছে।

ওই অডিও টেপে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিতে শোনা যায় কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, পরিবারের লোকের হাতে মৃতদেহ এখনও না তুলে দিতে। পরদিন মৃতদেহ নিয়ে তিনি মিছিল করবেন। এছাড়া আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মামলা দায়ের করার কথাও বলেন তিনি।

এরপর ওই অডিও টেপ নিয়ে বিজেপি ও তৃণমূল উভয়েই কমিশনের দ্বারস্থ হয়। বিজেপির দাবি, ওই টেপে স্পষ্ট শীতলকুচির ঘটনাকে কাজে লাগিয়ে রাজ্যে আগুন জ্বালাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ওই টেপ তৃণমূলই ফাঁস করেছে বলে দাবিও করে বিজেপি। তৃণমূল পাল্টা জানায়, বিজেপি যে ফোন আড়ি পাতছে, ওই অডিও ফাঁস তার প্রমাণ। এভাবে ফোনে আড়িপাতা ওই ব্যক্তির কোনও ব্যক্তির গোপনীয়তা রক্ষার পরিপন্থী।

English summary
Election Commission seeks report of audio of Mamata Banerjee that revealed by BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X