For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অপসারিত চতুর্থ দফা ভোটের আগে

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অপসারিত চতুর্থ দফা ভোটের আগে

Google Oneindia Bengali News

বাংলায় চতুর্থ দফা ভোটের একদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিককে সরিয়ে দিন নির্বাচন কমিশন। শুক্রবার এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীকে কেন সরিয়ে দেওয়া হল, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেয়নি কমিশন। তবে এই অপসারণের নেপথ্যে নন্দীগ্রাম-কাণ্ড রয়েছে বলেই মনে করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অপসারিত চতুর্থ দফা ভোটের আগে

রেলমন্ত্রী থাকার সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন অশোক চক্রবর্তী। রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফের প্রাক্তন কমান্ড্যান্ট ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পরও এই বিশ্বস্ত আধিকারিককে নিজের নিরাপত্তায় বহাল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে ১০ বছর তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্রের খবর, নন্দীগ্রাম-কাণ্ডের জেরে সরানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিককে। গত ১০ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে ভোট প্রচারে গিয়ে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় মুখ্যমন্ত্রী নিজে ষড়যন্ত্রের অভিযোগ করেন। নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠায়। বিশেষ পুলিশ পর্যবেক্ষক রিপোর্ট পাঠিয়েছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীর বিরুদ্ধে কমিশনে নালিশও করেছিলেন শুভেন্দু অধিকারী। অশোক চক্রবর্তীর বিরুদ্ধে তিনি নির্বাচন চলাকালীন ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছিলেন। সব দিক খতিয়ে দেখার পর অশোকের বিরুদ্ধে পদক্ষেপ করল নির্বাচন কমিশন।

English summary
Election commission removes Mamata Banerjee’s security official Ashok Chakraborty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X