For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের মুখে আরও কড়া কমিশন! এবার বাইক মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি

Google Oneindia Bengali News

বাইক মিছিল নিয়ে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন৷ সোমবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নির্বাচনের ৭২ ঘণ্টা আগে থেকে বাইক মিছিল করা যাবে না৷

বাইক মিছিলের উপর নিষেধাজ্ঞা

বাইক মিছিলের উপর নিষেধাজ্ঞা

এদিন নির্বাচন কমিশনের তরফে যে নোটিস দেওয়া হয়েছে, তাতে যে কটি রাজ্যে বিধানসভা ভোট হচ্ছে, সবকটিতেই বাইক মিছিলের নিষেধাজ্ঞা সংক্রান্ত এই নির্দেশ দেওয়া হয়েছে৷ কমিশন জানিয়েছে যে যেদিন যেখানে নির্বাচন হবে, সেই এলাকায় ভোটের দিনের ৭২ ঘণ্টা আগে থেকে ভোটের দিন পর্যন্ত কোনও বাইক মিছিল করা যাবে না৷

'ভোটারদের প্রভাবিত করার জন্য সমাজবিরোধীদের ব্যবহার করা হয়'

'ভোটারদের প্রভাবিত করার জন্য সমাজবিরোধীদের ব্যবহার করা হয়'

কেন এই নির্দেশ দেওয়া হল কমিশনের তরফে, তার ব্যাখ্যাও রয়েছে ওই নোটিসে৷ নোটিসের একেবারে প্রথম প্যারাগ্রাফেই লেখা হয়েছে যে কমিশনের নজরে এসেছে যে ভোটের আগে বা ভোটের দিন ভোটারদের প্রভাবিত করার জন্য সমাজবিরোধীদের ব্যবহার করা হয়৷

নানা ব্যবস্থা গ্রহণ করছে কমিশন

নানা ব্যবস্থা গ্রহণ করছে কমিশন

প্রসঙ্গত, এবার নির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই নানা ব্যবস্থা গ্রহণ করছে কমিশন৷ বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য৷ কয়েকদিন আগেই পুরসভার প্রশাসক পদ থেকে রাজনৈতিক নেতাদের সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন৷ তার পর আবার এই নির্দেশ৷

পৌরনিগম নিয়ে সিদ্ধান্ত কমিশনের

পৌরনিগম নিয়ে সিদ্ধান্ত কমিশনের

এর আগে কমিশনের নির্দেশে রাজ্যের পাঁচটি পৌরনিগমে - কলকাতা, আসানসোল, বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়ির মুখ্য প্রশাসক ও প্রশাসক মণ্ডলীর পদ থেকে সব রাজনৈতিক সদস্যদের সরানোর কথা বলা হয়। সেই মতো পদত্যাগ করেছিলেন অশোক ভট্টাচার্য থেকে ফিরহাদ হাকিমরা।

কমিশনের যুক্তি

কমিশনের যুক্তি

কমিশনের যুক্তি, যেহেতু এঁরা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই এতে নির্বাচনী কাজে সমস্যা হতে পারে৷ আদর্শ আচরণ বিধিও লঙ্ঘন হতে পারে৷ তাছাড়া অন্য পুরসভাগুলির ক্ষেত্রে মুখ্যসচিব যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করা হয়েছে৷ রাজনৈতিক নেতাদের সরিয়ে সরকারি আধিকারিকদের দায়িত্ব দেওয়ার কথাও বলা হয় নির্বাচন কমিশনের নির্দেশে৷

English summary
Election Commission puts bar on bike rallies before 72 hours of vote in poll bound Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X