For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবুল গভীর বিপাকে, জোড়া এফআইআর করল নির্বাচন কমিশন, কী তার ‘অপরাধ’

অর্জুন সিং দলবদল করলেই কয়েকদিন ধরে বিধায়ক সুনীল সিংয়ের তৃণমূল ত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সুনীল সিংয়ের তৃণমূল ছাড়ার আগেই তাঁর ছেলে আদিত্যনাথ সিং দু-হাজার কর্মী-সমর্থক নিয়ে যোগ দিলেন বিজেপিতে।

Google Oneindia Bengali News

বাবুল সুপ্রিয়-র বিরুদ্ধে এবার এফআইআর করল খোদ নির্বাচন কমিশনই। নির্বাচন কমিশনের কর্মীর ক্যামেরা ভেঙে দেওয়া ও কমিশনের আপত্তি সত্ত্বেও প্রচারে বিজেপির থিম সং ব্যবহার করার অভিযোগে বাবুলের নামে এফআইআর দায়ের করা হল। বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের করে নির্বাচন কমিশন।

গভীর বিপাকে বাবুল, জোড়া এফআইআর করল নির্বাচন কমিশন, কী তার ‘অপরাধ’

অভিযোগ, আসনসোলে বিজেপির নির্বাচনী প্রচারের ছবি তুলতে গেলে বাধা দেন কেন্দ্রীয়মন্ত্রী তথা সংসদ পদপ্রার্থী বাবুল সুপ্রিয়। কমিশনের ভিডিও সারভাইল্যান্স টিম সদস্যদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। বিতর্কে জড়িয় পড়েব বিজেপির প্রার্থী বাবুল। শেষে কমিশনের নিয়োগ করা কর্মীর ভিডিও ক্যামেরা কেড়ে নেন তিনি। ভেঙেও দেন বলে অভিযোগ। এই ঘটনার জেরে সোমবার তার বিরুদ্ধে কমিশনে অভিযোগ করা হয়।

এরপরই নির্বাচন কমিশন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর করেন। একটা নয়, একেবারে জোড়া এফআইআর। বাবুলের বিরুদ্ধে আরও এক অভিযোগ, তিনি নির্বাচন কমিশনের নিষেধ সত্ত্বেও থিম সং ব্যবহার করেছেন নিজের প্রচারে।

উল্লেখ্য, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ফেসবুক পোস্ট নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, বাবুল সাম্প্রদায়িক বার্তা ছড়াচ্ছে ফেসবুক পোস্টে। নির্বাচনী আচরণবিধি ভাঙার জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানানো হয়। তৃণমূলের অভিযোগ, ফেসবুক অ্যাকাউন্টে ধর্মভিত্তিক উস্কানিমূলক বার্তা পোস্ট করছেন আসানসোলের সংসদ পদপ্রার্থী।

English summary
Election Commission files FIR against BJP candidate Babul Supriyo. Babul is alleged of camera broken and singing theme song
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X