For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা, অশান্তি দুই আক্রমণকে ভোঁতা করে সুষ্ঠু ভোট করাতে মরিয়া কমিশন

করোনা, অশান্তি দুই আক্রমণকে ভোঁতা করে সুষ্ঠু ভোট করাতে মরিয়া কমিশন

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

একদিকে করোনা অতিমারী পরিস্থিতি অন্যদিকে দুষ্কৃতী দমন, সব কিছুর মধ্যেও এবার রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। বুধবার এক সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বক্তব্যে পরিষ্কার যে বিগত বছর গুলোর তুলনায় এ বছরে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অত্যন্ত শক্ত হাতে পরিচালনা করেছে নির্বাচন কমিশন।

করোনা, অশান্তি দুই আক্রমণকে ভোঁতা করে সুষ্ঠু ভোট করাতে মরিয়া কমিশন

এদিন শিলিগুড়ির অদূরে সুকনাতে মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল আরোরা সহ ৮ সদস্যের এক প্রতিনিধি দল উত্তরবঙ্গের আট জেলার জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, এবার সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র হবে একতলায়। সেখানকার দায়িত্বে থাকবেন রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা। ভোট চলাকালিন যদি কোন অভিযোগ আসে তৎক্ষণাৎ তা মেটাতে হবে। বাড়ানো হয়েছে পর্যবেক্ষকের সংখ্যা। ২০৯ জন সাধারন পর্যবেক্ষক ও ৫৪ জন পুলিশ পর্যবেক্ষক থাকবেন। ভোট গ্রহণের ঠিক বাহাত্তর ঘণ্টা আগে বাইক মিছিল, দলীয় প্রচার কিছুই করা যাবে না।

পাশাপাশি, আরও এক গুরুত্বপূর্ণ তথ্য সকলের নজরে এনেছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। তিনি বলেন, ২০১৬ এর বিধানসভা নির্বাচনের তুলনায় ২০২১ এর নির্বাচনে বেআইনি টাকা, অস্ত্র উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে। রাজ্য জুড়ে একাধিক জেলা থেকে উদ্ধার হচ্ছে বোমা। ভাটপাড়ায় বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা বিস্ফোরণ এবং বর্ধমানে বোমা বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন কমিশন। সেই দিকে কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন। বিশেষ পর্যবেক্ষক বাড়ানো হয়েছে বেআইনি কার্যকলাপ রুখতে। এই ধরেনের ঘটনা রুখতে রাজ্যের দুই শীর্ষ কর্তাকে নির্দেশ দিতে পারে কমিশন।

এছাড়াও, উত্তরবঙ্গের যে যে জেলাগুলির সঙ্গে সীমান্তের যোগ রয়েছে সেই সব জেলাগুলির সীমান্ত দিয়ে অস্ত্র, মানুষ এমনকি জিনিসপত্র নির্বাচন চলাকালীন যেন আদান-প্রদান না হয় তার জন্য বিএসএফ এবং এসএসবি'কে কড়া নজরে রাখতে বলেছেন কমিশন কর্তারা। উত্তরবঙ্গের নির্বাচনে পাহাড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কমিশনের বক্তব্য, জিটিএ'র মেয়াদ শেষ হওয়ার পরও কি করে বোর্ড চলছে ও নির্বাচন ঘোষণার পরে পাহাড়ের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি তার রিপোর্ট দিতে হবে নির্বাচন কমিশনকে।

বেশ কিছুদিন ধরে দেশ জুড়ে উর্দ্ধমুখী করোনা সংক্রমণ। উত্তরবঙ্গের প্রতিটি জেলায় কোভিড সংক্রান্ত স্বাস্থ্য বিধি বর্তমানে কেমন এবং কোভিড রোগীদের চিকিৎসা ব্যবস্থার কি হাল সব জেলায় সবটা সবিস্তারে জানাতে হবে কমিশনকে। কোচবিহারের দিনহাটার বিজেপি সভাপতির আত্মহত্যার ঘটনাও। আত্মহত্যা নাকি রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে খুন করা হয়েছে বিজেপি সভাপতিকে সবটাই খতিয়ে দেখতে তৎপর নির্বাচন কমিশন।

কমিশনের কোপে মমতা ঘনিষ্ঠ শীর্ষ আধিকারিক, নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতিকমিশনের কোপে মমতা ঘনিষ্ঠ শীর্ষ আধিকারিক, নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি

English summary
Election Commission eying fair election defying Coronavirus and ruckus in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X