For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমিশনের তীক্ষ্ম নজরে নন্দীগ্রাম, ২৪ ঘণ্টা আগে বড় রদবদল মহিষাদলে, সরানো হল হলদিয়ার এসডিওকে

কমিশনের তীক্ষ্ম নজরে নন্দীগ্রাম, ২৪ ঘণ্টা আগে বড় রদবদল মহিষাদলে, সরানো হল হলদিয়ার এসডিওকে

Google Oneindia Bengali News

নন্দীগ্রামে ভোটের আগে একটু বেশি তৎপর নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টা আগে মহিষাদল ও হলদিয়ায় বড় রদবদল করল কমিশন। ভোটের ২৪ ঘণ্টা আগে সরানো হল মহিষাদলের সিআইকে। বদল করা হল হলদিয়ার এসডিপিওকে। পুরনো সিআই বিচিত্রবিকাশ রায়ের জায়গায় এলেন শীর্ষেন্দু দাস। এবং হলদিয়ায় বরুন বৈদ্যের জায়গায় এলেন উত্তম মৈত্র। ভোটের কাজে পক্ষপাতের অভিযোগে এই দুজনকে সরানো হয়েছে বলে খবর।

নজরে নন্দীগ্রাম ভোট

নজরে নন্দীগ্রাম ভোট

আর মাত্র হাতে গোনা সময়। তারপরেই হাইভোল্টেজ ভোট শুরু হয়ে যাবে বাংলায়। দ্বিতীয় দফায় একুশের ভোটের হটস্পট নন্দীগ্রামে ভোট। এই কেন্দ্রের দিকেই তাকিয়ে আছে বাংলা। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। হেভিওয়েটদের নিয়ে এসে শেষবেলার প্রচারে ঝড় তুলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রামের অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় ঘুরে ভোট চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের আগে রদবদল

ভোটের আগে রদবদল

ভোটের আগে বড় রদবদল পূর্ব মেদিনীপুরে। পক্ষপাতের অভিযোগে সরিয়ে দেওয়া হল মহিষাদলের সিআইকে। ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে এমন কড়া সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মহিষাদলের সিআই বিচিত্র বিকাশ রায়ের জায়গায় এসেছেন শীর্ষেন্দু দাস। সরানো হয়েছে হলদিয়ার এসডিপিওকেও। হলদিয়ার এসডিপিও বরুন বৈদ্যর জায়গায় দায়িত্বে আনা হয়েছে উত্তম মিত্রকে। সরানো হয়েছে বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানিকেও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে। ভোটের কোনও কাজে থাকতে পারবেন না অপসারিত অফিসাররা।

 দিন্দার উপর হামলা

দিন্দার উপর হামলা

গতকাল ময়নায় প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত হন বিজেপি প্রার্থী অশোক দিন্দা। তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহানের রোড শো থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় অশোক দিন্দার গাড়ি। এমনকী অশোক দিন্দাকে লক্ষ্য করেও ইটছোড়া হয় বলে অভিযোগ। আহত হয়েছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষির প্রচারেও হামলা চালানো হয় বলে অভিযোগ।তারপরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন।

 নন্দীগ্রামের সব বুথ স্পর্শকাতর

নন্দীগ্রামের সব বুথ স্পর্শকাতর

নন্দীগ্রামের সব বুথকেই স্পর্শকারত হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুধুমাত্র নন্দীগ্রামেই ২০০০-র বেশি আধাসেনা মোতায়েন করা হচ্ছে। প্রতিবুধে ৮ জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। ভোটের আগের দিন থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

English summary
Election commission change SDPO Haldia befor Nandigram poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X