For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাত পোহালেই রাজ্যে ফের ভোট! কোন জেলায় ক’টি কেন্দ্রে বসছে ভোটের আসর, একনজরে

বেলাগাম ভোট সন্ত্রাসের জেরে রাজ্যে ফের বসছে পঞ্চায়েত নির্বাচনের আসর। বুধবার সন্ত্রাস কবলিত ৫৬৮টি বুথে ভোটগ্রহণ করা হবে।

Google Oneindia Bengali News

বেলাগাম ভোট সন্ত্রাসের জেরে রাজ্যে ফের বসছে পঞ্চায়েত নির্বাচনের আসর। বুধবার সন্ত্রাস কবলিত ৫৬৮টি বুথে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশন সমস্ত অভিযোগ খতিয়ে দেখে রাজ্যের ১৯টি জেলার মোট ৫৬৮টি বুথে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র ঝাড়গ্রাম জেলায় কোনও বুথে ভোট হচ্ছে না।

রাত পোহালেই রাজ্যে ফের ভোট! কোন জেলায় ক’টি কেন্দ্রে বসছে ভোটের আসর, একনজরে

[আরও পড়ুন:নির্বাচনে জিতেও অখুশি বঙ্গ বিজেপি! এবার আর বিজয় মিছিল নয়, কেন এমন সিদ্ধান্ত][আরও পড়ুন:নির্বাচনে জিতেও অখুশি বঙ্গ বিজেপি! এবার আর বিজয় মিছিল নয়, কেন এমন সিদ্ধান্ত]

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সবথেকে বেশি বেশি বুথে ভোট হবে উত্তর দিনাজপুর জেলায়। উত্তর দিনাজপুর জেলায় ৭৩টি বুথ ভোট হবে। আর সবথেকে কম ভোট হবে আলিপুরদুয়ার জেলায়। সেখানে মাত্র দুটি বুথে এবার ভোট হবে। তবে নির্বাচন কমিশন সন্ত্রাস কবলিত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের একটি বুথেও পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়নি।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ১৯টি জেলায় যে ৫৬৮টি কেন্দ্রে ভোট হচ্ছে, তার চিত্রটা এইরকম- ১) কোচবিহার ৫২, ২) আলিপুরদুয়ার ২, ৩) জলপাইগুড়ি ৫, ৪) উত্তর দিনাজপুর ৭৩, ৫) দক্ষিণ দিনাজপুর ৩৫, ৬) মালদহ ৫৫, ৭) মুর্শিদাবাদ ৬৩, ৮) নদিয়া ৬০, ৯) উত্তর ২৪ পরগনা ৫৯, ১০) দক্ষিণ ২৪ পরগনা ২৬, ১১) হুগলি ১০, ১২) হাওড়া ৩৮, ১৩) পূর্ব মেদিনীপুর ২৩, ১৪) পশ্চিম মেদিনীপুর ২৮, ১৫) পুরুলিয়া ৭, ১৬) বাঁকুড়া ৫, ১৭) পূর্ব বর্ধমান ১৮, ১৮) পশ্চিম বর্ধমান ৩, ১৯) বীরভূম ৬।

রাত পোহালেই রাজ্যে ফের ভোট! কোন জেলায় ক’টি কেন্দ্রে বসছে ভোটের আসর, একনজরে

বুধবারের ৫৬৮টি বুথের জন্য নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। প্রতি বুথে একজন করে এএসআই থাকবেন বলে জানানো হয়। এছাড়াও বাড়তি নিরাপত্তার বন্দোবস্তও করা হচ্ছে। মূলত যে সব কেন্দ্রে ব্যালট বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে, জল ঢেলে দেওয়া হয়েছে বা পুকুরে ফেলে দেওয়া হয়েছে কিংবা যে কোনওভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, সেখানেই ভোট হচ্ছে। আর সোমবার যে কেন্দ্রগুলিতে নির্বাচন করা একেবারেই সম্ভব হয়নি, সেগুলিতেই পুনর্নির্বাচন হচ্ছে বুধবার। নির্বাচন কমিশন আটঘাট বেঁধেই এবার নেমেছে পুনর্নির্বাচনে।

English summary
Election Commission announces re-election to 568 booths in West Bengal’s 19th districts on Wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X