For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গের তিন আসনে উপনির্বাচন! দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

খালি থাকা পশ্চিমবঙ্গ বিধানসভার ৩ আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন হবে ২৫ নভেম্বর। ভোটগণনা করা হবে ২৮ নভেম্বর।

  • |
Google Oneindia Bengali News

খালি থাকা পশ্চিমবঙ্গ বিধানসভার ৩ আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন হবে ২৫ নভেম্বর। ভোটগণনা করা হবে ২৮ নভেম্বর। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়ে যাবে ৩০ নভেম্বরের মধ্যে। একইদিনে উত্তরাখণ্ডের একটি আসনেও উপনির্বাচন করা হবে।

পশ্চিমবঙ্গের তিন আসনে উপনির্বাচন! দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

যে তিনটি আসনে এই উপনির্বাচন হবে, সেগুলি হল কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর সদর। গেজেট নোটিফিকেশন জারি করা হবে ৩০ অক্টোবর, বুধবার। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর, বুধবার। মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে ৭ নভেম্বর, বৃহস্পতিবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর, সোমবার।

কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে কালিয়াগঞ্জ আসনটি শূন্য হয়েছে। অন্যদিকে তৃণমূলের মহুয়া মৈত্র এবং বিজেপির দিলীপ ঘোষ সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় করিমপুর এবং খড়গপুর আসন দুটি খালি হয়।

২১ অক্টোবর সারা দেশে বিভিন্ন রাজ্যের বেশ কিছু আসনে উপনির্বাচন সম্পন্ন হয়। কিন্তু উৎসবের মরশুমে ভোটের প্রস্তুতিতে অসুবিধা হবে, তাই রাজ্য সরকারের তরফ থেকে উপনির্বাচন পিছিয়ে দিতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছিল। এবার তাই উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।

English summary
Election Commission announces byelections date in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X